রবিবার কিছুটা বাড়ল দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রবিবার ফের বাড়ল দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা৷ স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছে ৫০,০৪০ জন। মোট আক্রান্তের সংখ্যা ৩,০২,৩৩,১৮৩ জন।
গত ২৪ ঘন্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১,২৫৮ জনের৷ এই মুহুর্তে মোট মৃতের সংখ্যা ৩,৯৫,৭৫১ জন। কোভিড সংক্রমণের হার ২.৮২ শতাংশ। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৫৭,৯৪৪ জন। এই মুহুর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৫,৮৬,৪০৩ জন।
খুব শীঘ্রই দেশে আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ। তাই জোর কদমে চলছে টিকাকরণ। এখনও অবধি টিকা নিয়েছেন ৩২.১৭ কোটি মানুষ। করোনা টিকাকরণের হার বৃদ্ধিতে সন্তুষ্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খুব শীঘ্রই দেশের ১০০ কোটির অধিক মানুষ করোনার ভ্যাকসিন পাবে। এমনটাই আশ্বস্ত করেছে কেন্দ্র।
২০২৪ লোকসভা নির্বাচনে নীতিনির্ধারকের ভূমিকায় থাকবে তৃণমূল: জ্যোতিপ্ৰিয় মল্লিক
গত ২৪ ঘন্টায় কেরলে আক্রান্ত হয়েছেন ১২,১১৮ জন। মহারাষ্ট্রে একদিনে আক্রান্ত হয়েছে ৯,৮১২ জন। তামিলনাড়ুতে একদিনে আক্রান্ত হয়েছেন ৫,৪১৫ জন। কর্ণাটকে একদিনে আক্রান্ত হয়েছেন ৪,২৭২ জন। অন্ধ্রপ্রদেশে একদিনে আক্রান্ত হয়েছেন ৪,১৪৭ জন।
দেশে ১৮ এর উর্ধ্বে জনসংখ্যা ৯৮ কোটি। যার জন্য প্রয়োজন ১৮৮ কোটি ভ্যাকসিন। জুলাইয়ের মধ্যে ৫১.৬ কোটি টিকা মানুষ পাবে। জানিয়েছে কেন্দ্র সরকার।