পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪২৩ঃ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ নোভেল করোনা ভাইরাসে দেশজুড়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে- ১৯,৯৮৪। গত ২৪ ঘন্টায় ৫০ জন মারা গেছেন। ১,৩৮৩ জন নতুন করে সংক্রমিত।

৩,৮৭০ জনকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের হিসাবে পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪২৩।

মুর্শিদাবাদ

ভিন দেশ ফেরত ৭৬ জন জেলা স্বাস্থ্য দপ্তরের নজরদারিতে হোম কোয়ারান্টাইনে রয়েছেন। কোয়ারান্টাইনে থাকার মেয়াদ পূর্ণ করেছেন ভিন দেশ ফেরত ৯২৬ জন।

ভিন রাজ্য ফেরত ২০৩৬ জন জেলা স্বাস্থ্য দপ্তরের নজরদারি তে হোম কোয়ারান্টাইনে রয়েছেন। ভিন রাজ্য ফেরত ৩৯ হাজার ৯৭৮ জন হোম কোয়ারান্টাইনে থাকার মেয়াদ পূর্ণ করেছেন।

কোয়ারান্টাইন কেন্দ্রে রয়েছেন ২৮ জন। বহরমপুর আইসোলেসন ওয়ার্ডে ভর্তি রয়েছেন ২০ জন। জেলার বাইরে কলকাতায় চিকিৎসাধীন ১ জন করোনা পজিটিভ।

করোনার জের, নজরে হুগলি জেলা, নয়া নির্দেশিকা জারি জেলাশাসকের

র্ধমান

জেলায় আজ নতুন করে কোনো করোনা আক্রান্তের খবর নেই। করোনা সন্দেহে হাসপাতালের আইসোলেশনে ভর্তি রয়েছেন ৪১ জন।গত২৪ ঘন্টায় ১ জনের মৃত্যু হয়েছে।

নতুন করে ভর্তি হয়েছেন ১৪ জন। হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ১০ জনকে।

এছাড়াও আজ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন এবং কালনা ও কাটোয়া মহকুমা হাসপাতালে ১ জন করে ভর্তি হয়েছেন। বিদেশ ও ভিন রাজ্য থেকে ফিরে ২৮ দিনের কোয়ারান্টাইনে রয়েছেন ৪,৬০৪ জন।

কোয়ারান্টাইন মেয়াদ উত্তীর্ণ করেছেন ২৮,৯৯২ জনের।

কোচবিহার

কোচবিহারে আজ ৫১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে।

এখনো পর্যন্ত জেলায় ৮০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এদের মধ্যে ২৯ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে।

এছাড়াও হোম কোয়ারান্টিনে থাকা ব্যক্তিদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে এই জেলায় বর্তমানে ২৭৭৬ জন হোম কোয়ারেন্টাইন এ রয়েছে। সরকারি কোয়ারান্টিনে রয়েছেন ২১৯ জন।

এখনো পর্যন্ত এই জেলার করোনা আক্রান্তের সন্ধান পাওয়া যায়নি।

পুরুলিয়া

জেলায় এখনও পর্যন্ত কোন কোভিড পজিটিভ কেস পাওয়া না গেলেও দশ জনের লালারসের নমুনা পাঠানো হল পরীক্ষার জন্য। জেলা প্রশাসন সূত্রে মঙ্গলবার বিকেলে জানানো হয়েছে এই কথা।

এদিন অবশ্য নতুন করে কারোকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়নি। তবে ১৯ জনকে সরকারী কোয়ারেন্টাইনে রাখা হয়। হোম

কোয়ারেন্টাইন থেকে ছেড়ে দেওয়া হয় ৩৩৭ জনকে।

কলকাতার পর এবার হাওড়ায় করোনা আক্রান্ত ৩ পুলিশকর্মী

উত্তর_24_পরগণা

উত্তর 24 পরগনা জেলায় এপর্যন্ত 42 জনের নমুনায় করোনা ভাইরাস পজেটিভ ধরা পড়েছে। মৃত্যু হয়েছে 7 জনের। উত্তর 24 পরগনার ব্যারাকপুরের বিএন বোস মহকুমা হাসপাতালের এক চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই মহিলা চিকিৎসকের বাড়ি বেলঘরিয়ায়। তার স্বামীও চিকিৎসক।

এই ঘটনার পর বি এন বোস মহকুমা হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী সহ 70 জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হচ্ছে বলে ব্যারাকপুর পৌরসভার চেয়ারম্যান উত্তম দাস একটু আগে জানিয়েছেন।

সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন 6 জন। জেলার কোয়ারান্টাইন সেন্টার গুলিতে মোট 30 জন পর্যবেক্ষণে রয়েছেন বলে উত্তর 24 পরগনা জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী আজ জানিয়েছেন।

সম্পর্কিত পোস্ট