তৃণমূলে যোগদান করতে চলেছেন বারাসাতের একমাত্র কংগ্রেস কো-অর্ডিনেটর
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার পর এবার জাতীয় কংগ্রেস শূন্য হতে চলেছে বারাসাত পৌরসভা। শতাব্দীপ্রাচীন এই পৌরসভার স্বাধীনতা পরবর্তী সময়ে ও ৩৪ বছরের বাম আমলে জাতীয় কংগ্রেসের প্রতিনিধিত্ব ছিল সমান সমান।
২০১৫ সালে পৌরসভা নির্বাচনে সেই সংখ্যা এসে দাঁড়ায় ১ । বারাসাত পৌরসভার মোট ৩৫ টি ওয়ার্ড আছে। তারমধ্যে একমাত্র ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দীপক দাশগুপ্ত ছিলেন জাতীয় কংগ্রেসের। কিন্তু জাতীয় কংগ্রেসের সেই জনপ্রতিনিধিও তৃণমূল কংগ্রেসের যোগদান করার ইচ্ছা প্রকাশ করায় অস্তিত্ব সংকটে সংযুক্ত মোর্চার প্রধান শরিক জাতীয় কংগ্রেস ।
সামনে পৌরসভা নির্বাচন, সেক্ষেত্রে দাঁড়িয়ে সদ্য সমাপ্ত হওয়া বিধানসভায় নির্বাচনের জাতীয় কংগ্রেসের যে ভোট ব্যাংক ছিল তা তলানিতে এসে ঠেকেছে। সম্প্রতি বিধানসভা নির্বাচন তার উদাহরণ মাত্র। তাই জনসমর্থন ফিরে পেতে দলবদলের চিন্তা ভাবনা করছেন বারাসাত পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দীপক দাশগুপ্তে।
তিনি অবশ্য প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী নেতৃত্বের প্রতি অনাস্থা প্রকাশ করেছেন। সাম্প্রদায়িক শক্তির সঙ্গে রাজনৈতিক আঁতাত, নিচু তলার কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার, বাংলা জুড়ে মানুষের রায় কে অস্বীকার করা, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুৎসা রটানো সম্প্রতি বিধানসভা নির্বাচনে ভরাডুবি তার প্রধান কারণ বলে দাবী করেছেন জাতীয় কংগ্রেসের এই বিক্ষুব্ধ কাউন্সিলর।
মঙ্গলকোটে তৃণমূল কংগ্রেসের সভাপতিকে গুলি করে খুন, চরম উত্তেজনা এলাকায়
তিনি গত দুদিন আগে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চেয়ে উত্তর ২৪ পরগনা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিককে চিঠি লিখে আবেদন করেছেন। ইতিমধ্যেই তৃণমূলের তরফ থেকে বিষয়টি নিয়ে রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা হয়েছে বলে দলীয় সূত্রে খবর।
তৃণমূলের জেলা মুখপাত্র সুনীল মুখোপাধ্যায় জানান বারাসাত পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জাতীয় কংগ্রেস কাউন্সিলর দীপক দাশগুপ্ত জাতীয় কংগ্রেস দল ছেড়ে তৃণমূল কংগ্রেস যোগদান করতে চান বিষয়টি নিয়ে জেলা ও রাজ্য স্তরের আলোচনা হয়েছে। কেবলমাত্র সবুজ সংকেত পাওয়ার অপেক্ষায় রয়েছি আমরা।