বাস ভাড়া বৃদ্ধির দাবিতে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দেবেন মালিকরা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ডিজেলের মূল্য যেভাবে বৃদ্ধি পেয়েছে তাতে পুরনো ভাড়ায় বাস চালাতে সমস্যায় পড়ছেন মালিকরা। এই অবস্থায় ভাড়া বৃদ্ধি করার জন্য বাস মালিকরা একাধিবার সরকারের কাছে আবেদন জানিয়েছেন।

কিন্তু অতিমারীর পরিস্থিতিতে সাধারণ মানুষের কথা ভেবে রাজ্য সরকার বাস মালিকদের সেই দাবিকে বারবারই খারিজ করেছে।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সাধারণ মানুষের কথা ভেবে বাসভাড়া বাড়ানোর প্রস্তাবে রাজি হননি। এই অবস্থায় ভাড়া বৃদ্ধি করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে পুনর্বিবেচনার আর্জি জানালেন বাস মালিকরা।

এই দাবিতে মালিকরা রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর কাছে শুক্রবার একটি স্মারকলিপি জমা দেবেন।

তমোনাশের মৃত্যু নিয়েও রাজনীতি দিলীপের, নিন্দা পার্থর

ওয়েস্টবেঙ্গল বাস-মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রদীপ নারায়ণ বসু জানিয়েছেন, লক ডাউনের ফলে এমনিতেই প্রায় তিন মাস ধরে বাস চলাচল বন্ধ ছিল। এর ফলে ওই তিনমাস মালিক থেকে শুরু করে বাসের চালক কর্মীদের চরম আর্থিক সমস্যায় পড়তে হয়েছে।

পরে বাস চালু করা হলেও গত কয়েকদিনে ডিজেলের দাম যেভাবে বৃদ্ধি পেয়েছে তাতে পুরনো ভাড়ায় বাস চালিয়ে জ্বালানি খরচ উঠছে না। এর ফলে তাদের আরো সমস্যায় পড়তে হচ্ছে। পুরনো ভাড়ায় বাস চালালে তাদের পক্ষে রাস্তায় আর বাস নামানো সম্ভব হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন মালিকেরা।

সম্পর্কিত পোস্ট