পৃথার চুল মুঠো করে ধরে পুলিশ! ছবি দেখে ব্যাপক উত্তেজিত বাম শিবির
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বুধবার বর্ধমান শহরে জেলাশাসকের কার্যালয় অভিযান ছিল সিপিএমের। রাজ্যের প্রাক্তন শাসক দলের এই কর্মসূচি ঘিরে রণক্ষেত্র হয়ে ওঠে ঐতিহাসিক বর্ধমান শহর। জায়গায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন সিপিএম কর্মীর সমর্থকরা। উত্তেজিত বাম কর্মীর সমর্থকরা এরপর একাধিক সরকারি হোর্ডিং ভাঙচুর করে।
এমনকি দিন কয়েক আগে কার্জন গেটের কাছে লাগানো বিশ্ব বাংলা লোগো পর্যন্ত তারা উপড়ে ফেলে দেয়। ওই কর্মসূচিরই একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যাতে দেখা যাচ্ছে, তরুণ সিপিএম কর্মী পৃথা তা’র চুলের মুঠি ধরে প্রিজন ভ্যানে তুলছে পুলিশ। সেই ছবি প্রকাশ্যে আসতেই উত্তেজনায় ফেটে পড়ে বাম কর্মী-সমর্থকরা।
পৃথা তা হলেন বর্ধমানের প্রাক্তন সিপিএম বিধায়ক প্রদীপ তা’র মেয়ে। ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার মাসখানেকের মধ্যে প্রদীপ তা ও কমল গায়েনকে প্রকাশ্য দিবালোকে রাস্তায় ফেলে থেঁতলে খুন করার অভিযোগ ওঠে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে।
ওই ঘটনার পর পৃথা বাম রাজনীতির সঙ্গে আরও জড়িয়ে পড়েন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তিনি এসএফআইকে নেতৃত্ব দেন। বর্তমানে সিপিএমের শ্রমিক সংগঠন সিটুর সঙ্গে জড়িত।গত বিধানসভা নির্বাচনে বর্ধমানে সিপিএম পৃথাকে প্রার্থীও করেছিল। ফলে তিনি যথেষ্ট পরিচিত মুখ।
Durga Puja Rally -রাজ্য সরকারের উদ্যোগে কলকাতায় বর্নময় মহামিছিল, চূড়ান্ত হয়রানি আমজনতার
তা সত্ত্বেও তাঁকে গ্রেফতার করার সময় যেভাবে পুলিশ চুলের মুঠি ধরেছে তাতে ব্যাপক ক্ষুব্ধ বাম শিবির। যে মহিলা পুলিশ অফিসার এই কাণ্ড ঘটিয়েছেন তাঁর নাম ‘নীতু সিং’, এমনটাই দাবি বামেদের।
সোশ্যাল মিডিয়ায় বামেদের অনেকেই এই ছবি পোস্ট করে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “সব মনে রাখা হবে”, কেউ আবার বলছেন, “এই নির্লজ্জ্ব অত্যাচারের তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে”। সবমিলিয়ে পুলিশের উপর চাপ তৈরির চেষ্টা শুরু হয়েছে বাম শিবিরের পক্ষ থেকে।