বামেদের প্রার্থী তালিকায় নতুন মুখের সম্ভাবনা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ মঙ্গলবার সকাল থেকে দফায় দফায় আলিমুদ্দিনে চলছে সংযুক্ত মোর্চার আলোচনা। কিন্তু প্রার্থী ঘোষণা নিয়ে এখনও কিছু চূড়ান্ত ঘোষণা হয়নি। যদিও বিশেষ নজর রয়েছে প্রার্থী তালিকাকে কেন্দ্র করে। একাধিক নতুন মুখ রয়েছে এবারের নির্বাচনে।

ব্রিগেডের মঞ্চে উপস্থিত বাম ছাত্র যুব নেত্রী দিপ্সিতা ধর দাঁড়াতে পারেন হাওড়ার বালি কেন্দ্র থেকে। কসবা থেকে প্রার্থী হতে পারেন শতরূপ ঘোষ। দুর্গাপুর কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন ঐশী ঘোষ। প্রার্থী করা হতে পারে ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক সায়নদ্বীপ মিত্র। বরাহনগর কেন্দ্র থেকে প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে তাঁর।

ভারতীয় ছাত্র ফেডারেশনের প্রাক্তন সাধারণ সম্পাদক দেবজ্যোতি দাস বীজপুর অথবা খড়দা কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন। পান্ডবেশ্বর অথবা কুলটি থেকে প্রার্থী হতে পারে ডিওয়াইএফআইয়ের সভানেত্রী মিনাক্ষী মুখার্জী। ঝাড়গ্রামে প্রার্থীপদের জন্য সম্ভাব্য তালিকায় রয়েছে মধুজা সেন রায়ের নাম। গৌতম দেবের পুত্র সপ্তর্ষী দেব রাজারহাট নিউটাউন কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন।

আরও পড়ুনঃ চাঁপদানি থেকে বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি! চলছে গুঞ্জন

এছাড়াও নতুন মুখ হিসাবে উঠে আসছে ডিওয়াইএফআইয়ের রাজ্য কমিটির সদস্য কলতান দাশগুপ্তের নাম উঠে আসছে। উঠে আসছে এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্যের নাম। টালিগঞ্জ থেকে প্রার্থীপদের জন্য উঠে আসছে বাদশা মৈত্র এবং দেবদূত ঘোষের নাম।

অন্যান্য কেন্দ্রগুলির মধ্যে বিশেষ চমক থাকছে বাম প্রার্থী তালিকাতেও। নতুনের পাশাপাশি পুরানোতেও একই ধারা থাকছে। যাদবপুর থেকে প্রার্থী হতে পারেন সুজন চক্রবর্তী। হুগলীর চন্ডিতলা থেকে প্রার্থী হতে পারেন মহম্মদ সেলিম। শালবনী থেকে প্রার্থী হতে পারেন সুশান্ত ঘোষ। নারায়ণগড়ে প্রার্থী হতে পারেন তপন সিনহা। গড়বেতায় প্রার্থী হতে পারেন তপন ঘোষ।

একইসঙ্গে কামারহাটি কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন গতবারের জয়ী প্রার্থী মানস মুখোপাধ্যায়। বালুরঘাট থেকে এবারেও প্রার্থী হতে পারেন বিশ্বনাথ চৌধুরী। শিলিগুড়ি কেন্দ্রে প্রার্থী হতে পারেন অশোক ভট্টাচার্য।

চলতি মাসেই রয়েছে প্রথম দফার নির্বাচন। তার আগেই একটি সাংবাদিক সম্মেলনে প্রার্থী ঘোষণা করতে চাইছে সংযুক্ত মোর্চা। তবে এবারের নির্বাচনে বাম প্রার্থী তালিকায় একাধিক নতুন মুখ বিশেষ চমক আনতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

সম্পর্কিত পোস্ট