স্বাস্থ্য ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনা ইমামি গোষ্ঠীর হাত ধরে
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্য স্বাস্থ্য ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনা ইমামি গোষ্ঠীর হাত ধরে। আমরি হাসপতালের মালিক ইমামি গোষ্ঠীর দুই কর্তা বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন। যদিও কোনও তরফেই ওই বৈঠক নিয়ে মুখ খোলা হয়নি। তবুও মনে করা হচ্ছে এই বৈঠক থেকেই স্বাস্থ্য ক্ষেত্রে নতুন বিনিয়োগের সম্ভাবনার দরজা খুলে যেতে পারে।
আগামী ২০ সে ও ২১ সে এপ্রিল বিশ্ব বঙ্গ বাণিজ্য শিল্প সম্মেলন রয়েছে। যে দিকে লক্ষ্য রেখে বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিল্প সংক্রান্ত কমিটির সঙ্গে বৈঠক করেছিলেন। যেখানে এসেছিলেন বহু শিল্পপতি। রাজ্যের শিল্পের সম্ভাবনা নিয়ে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান মতামত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।
এরপর এবার ইমামি গ্রুপের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করেলেন। যে বৈঠকে চিকিৎসা ক্ষেত্রে বিনিয়োগ নিয়ে আলোচনা হল।নবান্নতে এদিনের বৈঠকে ছিলেন ইমামির কর্নধার আর এস গোয়েনকা। আমরি হাসপাতাল এর সিইও রূপক বড়ুয়া বৈঠকে হাজির ছিলেন। ওই হাসপাতালের সম্প্রসারণ প্রসঙ্গেই এদিন মূলত আলোচনা হয়েছে বলে খবর প্রশাসনিক সূত্রে।
সংক্রমণ কমে এলেও রাজ্যে এখনও করোনা পরিস্থিতি চলছে। এই অবস্থায় চিকিৎসা ক্ষেত্রে কীভাবে বিনিয়োগ বাড়ানো যায়? সেই বিষয় নিয়েই আলোচনা হয়েছে। বেশ কিছুসময় ধরে এই বৈঠক হলো। ইমামি গ্রূপের বেশ কিছু আধিকারিকও বৈঠকে উপস্থিত ছিলেন। এই বৈঠক থেকে চিকিৎসা ক্ষেত্রে নতুন রাস্তা খুলতে পারে বলে, মনে করছে প্রশাসনিক ভবন।