গোয়ায় বাড়ছে ঘাসফুলের দাপট, আজই যোগদান দুই প্রতিভাবানের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ গোয়াতে ঘাসফুলের বীজ বপনের সঙ্গে সঙ্গেই আরব সাগরের পাড়ে ক্রমশ বাড়ছে দাপট। এবার তৃণমূলে যোগদান করতে চলেছেন প্রাক্তন ফুটবলার ডেনজিল ফ্র‍্যাঙ্কো এবং তৃণমূল শিবিরে নাম লেখাতে চলেছেন প্রাক্তন আন্তর্জাতিক বক্সার লেনি ডে গামা।

চলতি সপ্তাহেই তৃণমূলে যোগদান করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী লুজিনহো ফেলেরিও। বর্ষীয়ান বিধায়কের হাত ধরে তৃণমূলে যোগদান করেন হেভিওয়েট নেতারা। আসন্ন গোয়া বিধানসভা নির্বাচনে একাই লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সেইমতো দলের প্রভাব বিস্তারে একাধিক সমাজকর্মী, রাজনৈতিক কর্মী এবং প্রতিভাবান ব্যক্তিত্বদের দলে যোগদান পর্ব শুরু হয়েছে।

বৃষ্টি হতে পারে পুজোতেও, আশঙ্কা আবহবিদদের

উল্লেখ্য, ২১ এর বিধানসভা নির্বাচনে ব্যাপক ভোটে জয়লাভের পর রাজ্যের বাইরে নজর তৃণমূলের। সেইমতো ত্রিপুরা, অসম এবং গোয়াতে প্রভাব বিস্তার শুরু হয়েছে তৃণমূলের৷ শোনা যাচ্ছে মেঘালয়ের একাধিক কংগ্রেস বিধায়ক যোগদান করতে পারেন ঘাসফুল শিবিরে৷

২৪ এর নির্বাচনে মোদি বিরোধী স্লোগান তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী জোটের নেতৃত্ব দিতে চাইছেন তৃণমূল সুপ্রিমো। তাঁকে সামনে রেখেই ধাপে ধাপে শুরু হয়েছে কার্যকলাপ।

সম্পর্কিত পোস্ট