জম্মুর আকাশে আবারও ড্রোনের উপস্থিতি, বাড়ছে আশঙ্কা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ তিন দিনে মোট পাঁচবার। জম্মু-কাশ্মীরের আকাশে সন্দেহভাজন ড্রোনের উপস্থিতি। সেনা সূত্রে খবর, সোমবার রাত আড়াইটে নাগাদ কুঞ্জয়ীনী, সুঞ্জওয়ান এবং কালুচকে ড্রোনের উপস্থিতি নিরাপত্তারক্ষীদের নজরে এসেছে। মনে করা হচ্ছে সুঞ্জওয়ান সেনা ক্যাম্পে হামলার ছক কষেছিল জঙ্গিরা।
জম্মু এয়ারফোর্স স্টেশন থেকে ৬.৫ দুরত্বে রয়েছে সুঞ্জওয়ান। যা কালুচক মিলিটারি স্টেশন থেকে কাছেই। রবিবার রাতে কালুচক মিলিটারি স্টেশনের কাছেই দুটি ড্রোনের উপস্থিতি নজরে আসে নিরাপত্তারক্ষীদের। ড্রোন দুটিকে গুলি করে নামানোর চেষ্টা করা হলেও দ্রুত উধাও হয়ে যায়।
রবিবার মাঝরাতে জম্মু এয়ারফোর্স স্টেশনে পর পর দুটি ড্রোন হামলায় আহত হন দুই নিরাপত্তারক্ষী৷ ঘটনার দায়িত্বভার বর্তেছে এনআইএর ওপর৷ এসপি রাকেশ বালওয়ালের নেতৃত্বে ঘটনার তদন্তভার তুলে দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।
সেনাবাহিনীর গুলিতে খতম লস্কর-ই-তৈবার কম্যান্ডার সহ ১, উদ্ধার অস্ত্র
২৪ জুন প্রধানমন্ত্রীর সঙ্গে সমস্ত রাজনৈতিক দলগুলির বৈঠকের পরেই ড্রোন হামলা এবং ড্রোনের সন্দেহজনক গতিবিধি নিয়ে ফের নিরাপত্তা ইস্যুতে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও ২৫ ফেব্রুয়ারি থেকে দুই দেশের মধ্যে একের পর এক সংঘর্ষ লেগেই রয়েছে। দুই দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের পরেও কোনও লাভ হয়নি।
গোটা ঘটনার পিছনে পাক মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠি লস্কর-ই-তৈবার যোগ রয়েছে বলে মনে করছেন জম্মু-কাশ্মীরের পুলিশ প্রধান দীলবাগ সিং৷ রবিবার জম্মু এয়ারস্টেশনে বিস্ফোরণ এবং কালুচকে ড্রোনের গতিবিধির, এসমস্ত কিছুর পিছনে লস্কর জঙ্গিদের হাত রয়েছে বলে জানিয়েছেন তিনি।