প্রতিটি টিকা কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত নোডাল অফিসারের উপস্থিতি বাধ্যতামূলক
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ভুয়ো ভ্যাকসিন শিবির রুখতে এখন থেকে প্রতিটি টিকা কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত নোডাল অফিসারের উপস্থিতি বাধ্যতামূলক করল রাজ্য। তাদের তত্ত্বাবধানে যেন সুশৃঙ্খলভাবে টিকা করণের কাজ সম্পন্ন হয় সেইদিকে খেয়াল রাখতে বলে বুধবার নির্দেশিকা জারি করল রাজ্যের স্বাস্থ্য দপ্তর।
নির্দেশিকায় বলা হয়েছে ভ্যাকসিন দেওয়ার আগে প্রাপকের রক্তচাপ মাপতে হবে। দ্বিতীয় ডোজ দেওয়ার ক্ষেত্রে অযথা দেরী করা যাবে না। টিকাকেন্দ্রে সব ধরনের কোভিড বিধি না মানলে আধিকারিকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুশিয়ারিও নির্দেশিকায় দেওয়া হয়েছে।
পাশাপাশি দপ্তরের আরও এক নির্দেশিকায় শিশুদের কোভিড থেকে সুরক্ষায় ডায়ালিসিস ও ক্রিটিক্যাল কেয়ারের উপরে জোর দেওয়া হয়েছে। এইজন্যে চিকিতসক ও ডায়ালিসিসের সঙ্গে যুক্ত মেডিক্যাল টেকনোলজিস্টদের অনলাইন ও অফলাইনে প্রশিক্ষন দেওয়া হবে বলেও জানান হয়েছে। আগামী ৭ অগাষ্টের মধ্যে এই প্রশিক্ষন দেওয়ার কাজ শেষ করতে হবে বলেও নির্দেশিকায় উল্লেখ রয়েছে।
নজিরবিহীন ভাবে প্রথমবার আদমশুমারি হবে ডিজিটাল পদ্ধতিতে
উল্লেখ্য, রাজ্যে দেবাঞ্জন দেব কাণ্ডের পর সোনারপুর থেকে আরও এক ভুয়ো ভ্যাকসিন ক্যাম্পের হদিস মিলেছিল দিনকয়েক আগেই। আনুমানিক ৪০ জনকে টিকা দেওয়া হয়েছিল বলে অভিযোগ। তবে যারা টিকা নিয়েছেন তারা কোনো ম্যাসেজও পাননি। সোনারপুরের এই ভ্যাকসিন কান্ড নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল রাজ্যজুড়ে।
যদিও মিঠুন নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। পেশায় স্বাস্থ্যকর্মী ডায়মন্ডহারবারের পঞ্চগ্রাম প্রাইমারি হেলথ সেন্টারের ফার্মাসিস্ট পদে কর্মরত মিঠুন বেশ কিছু মানুষকে টাকার বিনিময়ে করোনার ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু করেছিলেন। এই সব ঘটনায় রাশ টানতেই কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার।