গৃহস্থের হেঁশেলে আগুন, ফের ৫০ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। রবিবার একথা ঘোষণা করল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। ৫০ টাকা বেড়ে এই মুহূর্তে কলকাতায় গ্যাসের সিলিন্ডারের দাম হল ৭৯৫.৫০ টাকা।

গত বছর ডিসেম্বর মাসে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বেড়েছিল ১০০ টাকা। ফেব্রুয়ারি মাসের শুরুতে ফের ২৫ টাকা বাড়ে। দিন গড়াতে না গড়াতেই আবারো ৫০ টাকা বাড়লো গ্যাসের দাম। সবমিলিয়েই ফেব্রুয়ারি মাসে ৭৫ টাকা বাড়লো গ্যাসের দাম। সোমবার থেকে গ্যাসের নতুন দাম কার্যকর করা হবে।

রবিবার রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির তরফে গ্যাসের নতুন যে দাম ঘোষণা করা হয়েছে তাতে দেখা যাচ্ছে ভর্তুকিহীন এলপিজি সিলিন্ডারের দাম ৭৯৫.৫০ টাকায় গিয়ে ঠেকেছে। ভর্তুকি বাবদ গ্রাহকের অ্যাকাউন্টে কত টাকা দেওয়া হবে সে বিষয়ে এখনো সঠিক কিছু জানায়নি রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি গুলি।

উল্লেখ্য বেশ কয়েক মাস ধরেই গ্রাহকদের একাউন্টে ভর্তুকির টাকা নিয়ে কোন তথ্য প্রকাশ্যে আসছে না। অন্যদিকে ১৯  কিলো ওজনের বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমেছে ৯.৫০ টাকা । এখন নতুন দাম ১৫৮৯ টাকা।

বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে রান্নার গ্যাসের উপর থেকে ভর্তুকি ধাপে ধাপে তুলে নিতে চাইছে কেন্দ্রীয় সরকার। ধীরে ধীরে দাম বৃদ্ধি করে সেই লক্ষ্যমাত্রায় নেওয়া হয়েছে বলে খবর।

প্রসঙ্গত রবিবার শহর কলকাতায় পেট্রোলের দাম বেড়ে দাঁড়িয়েছে ৯০ এর কোঠায়। অর্থনৈতিক বিশেষজ্ঞরা আগেই জানিয়েছিলেন জ্বালানি তেলের দাম বাড়ার মাত্রই বাড়তে পারে গ্যাসের দাম সেইসঙ্গে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও।

সম্পর্কিত পোস্ট