মাসের প্রথম দিনেই ৯০০ টাকা পেরিয়ে গেল গ্যাসের দাম
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। ২৫ টাকা বেড়ে কলকাতায় ১৪.২ কেজি LPG-র সিলিন্ডারের দাম হয়েছে ৯১১ টাকা। ৭৩ টাকা ৫০ পয়সা বেড়ে কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম হল ১৭৭০ টাকা ৫৯ পয়সা।
এর আগে ১৭ অগাস্ট ২৫ টাকা বেড়েছিল রান্নার গ্যাসের দাম। সব মিলিয়ে ২ সপ্তাহের মধ্যে LPG-র সিলিন্ডারের দাম বাড়ল ৫০ টাকা। একেই করোনা পরিস্থিতিতে বহু মানুষের রোজগার কমেছে। অনেকে চাকরি হারিয়েছেন। এই সময় রান্নার গ্যাসের দাম বাড়ায় মধ্যবিত্তের মাথায় হাত। তথ্য বলছে, গত ডিসেম্বর থেকে আজ পর্যন্ত রান্নার গ্যাসের দাম বেড়েছে ২৯০ টাকা।
সুদীপের তৃণমূল যোগের জল্পনায় সরগরম ত্রিপুরা
তেল সংস্থা বলছে বিশ্ববাজারে প্রোপেন বুটেনের দাম বৃদ্ধিতেই গ্যাসের দাম বাড়ছে। প্রোপেন বিউটেন এলপিজি-র অন্যতম উপাদান। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, কেন্দ্রীয় সরকার কেন ভর্তুকি বাড়াচ্ছে না?
এদিকে বুধবার সামান্য দাম কমেছে পেট্রল-ডিজেলের। পেট্রলের দাম কমেছে ১০ পয়সা ও ডিজেলের দাম কমেছে ১৪ পয়সা। কলকাতায় আজ পেট্রলের দর লিটার প্রতি ১০২ টাকা ৭২ পয়সা। অন্যদিকে, ডিজেলের দাম ৯১ টাকা ৮৪ পয়সা। তবে কিছুতেই ১০০-র নিচে দাম কমছে না পেট্রলের। এই পরিস্থিতিতে নাজেহাল অবস্থা আমজনতার।