সিরাজকে উদ্দেশ্য করে বর্ণবিদ্বেষী মন্তব্য, সিডনি টেস্টের চতুর্থ দিনেও একই ঘটনা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সিডনি টেস্টের চতুর্থ দিনেও উঠল বর্ণবৈষম্যের অভিযোগ। এদিনেও ফিল্ডিংয়ের সময় ভারতীয় ক্রিকেটার মহম্মদ সিরাজকে উদ্দেশ্য করে বর্ণবিদ্বেষী মন্তব্য করা হয়েছে। আম্পায়ারদের জানায় ভারতীয় দল।

সেই অভিযোগ ওঠার পরেই কড়াকড়ি ব্যবস্থা নেয় ক্রিকেট অস্ট্রেলিয়া। কিছু দর্শককে মাঠ থেকে বের করে দেওয়া হয়। ঘটনার পর থেকে উত্তাল সোশ্যাল দুনিয়া। সিরাজের পাশে ভারতীয় ক্রিকেট ভক্তরা।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/sc-east-bengal-won-8th-match/

এর আগে তৃতীয় দিনে মহম্মদ সিরাজ এবং জশপ্রিত বুমরাহ সহ চার ক্রিকেটারকে উদ্দেশ্য করে বর্ণবিদ্বেষী মন্তব্য করার অভিযোগ ওঠে। চতুর্থ দিনেও সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে কড়া বার্তা দেওয়া হয়। আইসিসির পক্ষ থেকে শুরু হয় পৃথক তদন্ত।

 

এদিন চা বিরতিতে যাওয়ার আগে দর্শকদের মধ্যে থেকে সিরাজের উদ্দেশ্যে বর্ণবিদ্বেষী মন্তব্য করা হয়। এরপরেই অধিনায়ক অজিঙ্ক রাহানেকে বিষয়টি জানান তিনি। দুই আম্পায়ার পল রাইফেল এবং পল উইলসনের সঙ্গে কথা বলেন ভারতীয় অধিনায়ক। বাকি ম্যাচ রেফারিদের সঙ্গে কথা বলেন আম্পায়াররা। মাঠ থেকে বের করে দেওয়া হয় ৬ অজি দর্শকদের। কিছু সময় ধরে বন্ধ থাকে খেলা।

এদিন চা বিরতি অবধি ৩১২ রানে ৬ উইকেটে ডিক্লেয়ার দেয় অস্ট্রেলিয়া। জিততে হলে ভারতের সামনে লক্ষ্যমাত্রা ৪০৭ রান।

সম্পর্কিত পোস্ট