বিধি ভঙ্গের অভিযোগ, তৃণমূলের ৬ সাংসদকে সাসপেন্ড করলেন রাজ্যসভার চেয়ারম্যান

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্যসভায় তৃণমূলের ৬ সাংসদকে সাসপেন্ড করলেন রাজ্যসভার চেয়ারম্যান। সাসপেন্ড করা হয়েছে শান্তা ছেত্রী, আবির রঞ্জন বিশ্বাস, দোলা সেন, নাদিমূল হক ,মৌসম নূর, অর্পিতা ঘোষকে। জানা গেছে রাজ্যসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখানোর জন্য সাসপেন্ড করা হয়েছে তাদের। একদিনের জন্য  ৬ সাংসদকে সাসপেন্ড করা হয়েছে বলে খবর।

রাজ্যসভা শুরু হওয়ার পরে তাঁরা বিক্ষোভ দেখাতে প্ল্যাকার্ড হাতে নিয়ে ওয়েলে নেমেছিলেন। রাজ্যসভার চেয়ারম্যান তাদের বারবার আসন গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন এটা সংসদীয় রীতি নয়। তৃণমূল সাংসদদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। তার পরেও তৃণমূল সাংসদরা বিক্ষোভ দেখায় বলে জানা যায়।

বানভাসী বাংলার খোঁজ নিতে মমতাকে ফোন মোদীর, ডিভিসির জল ছাড়া নিয়ে অভিযোগ মুখ্যমন্ত্রীর

কিছুক্ষনের জন্য অধিবেশন স্থগিত করে দেওয়া হয়। তারপর একটি আলাদা নোটিফিকেশন করে জানিয়ে দেওয়া হয় ঐ ৬ জন সাংসদ আজ বাদল অধিবেশনে উপস্থিত থাকতে পারবে না। এর আগে কেন্দ্রীয় মন্ত্রীর হাত থেকে কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগে তৃণমূল সাংসদ শান্তনু সেনকেও সাসপেন্ড করা হয়েছিল। পুরো বাদল অধিবেশন থেকে তাকে সাসপেন্ড করা হয়।

তৃণমূলের অভিযোগ বিজেপি ভীতসন্ত্রস্ত হয়ে গেছে তাই তৃণমূল দলটা যাতে পার্লামেন্টে প্রবেশ করতে না পারে তার চেষ্টা চালাচ্ছে।এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদী কন্ঠস্বর আটকে রাখা যাবে না বলে জানিয়েছেন তৃণমূল নেতৃত্ব।

সম্পর্কিত পোস্ট