কৃষি আইন ইস্যুতে উত্তাল রাজ্যসভা, ওয়াক আউট বিরোধীদের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ তিন কৃষক আইন নিয়ে ফের উত্তাল হয়ে উঠল রাজ্যসভা। কৃষি আইনের সম্পর্কে আলোচনার জন্য রাজ্যসভায় আবেদন তোলে কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দলগুলি। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে দুই বার স্থগিতাদেশ জারি করা হয়। অবশেষে রাজ্যসভা ওয়াক আউট করেন কংগ্রেস, বাম, তৃণমূল, ডিএমকে এবং আরজেডি সাংসদরা।
এদিন শুরুতেই রাজ্যসভায় কৃষক আইন নিয়ে আলোচনার জন্য আবেদন জানান বিরোধীরা। কিন্তু রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু জানিয়েছেন বুধবার থেকে কৃষি আইনের ওপর আলোচনা হবে। এদিন বিরোধীদের আনা মুলতুবী প্রস্তাবে সাড়া দিল না সরকার।
এদিন রাজ্যসভার চেয়ারম্যান বলেন, রাষ্ট্রপতির বক্তব্যে আন্দোলনরত কৃষকদের বিষয়টি উঠে এসেছে। লোকসভায় কৃষি আইন নিয়ে আলোচনার পর রাজ্যসভায় এবিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুনঃ কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে শনিবার ‘চাক্কা জাম’ আন্দোলনের ডাক কৃষকদের
এদিন শুরুতেই সাড়ে দশটা অবধি ৪০ মিনিট ধরে স্থগিতাদেশ জারি করা হয়। এরপর অধিবেশন শুরু হলেই ফের উত্তপ্ত হয়ে ওঠে রাজ্যসভা। ফের সাড়ে ১১ টা অবধি স্থগিতাদেশ জারি করা হয়। এরপরেই ওয়াক আউট করেন কংগ্রেস, বাম, তৃণমূল, ডিএমকে এবং আরজেডি সদস্যরা।
গতকাল থেকে শুরু হয়েছে সংসদের বাজেট অধিবেশন। সোমবার বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। মূলত স্বাস্থ্য এবং পরিকাঠামো সহ একাধিক বিষয় সম্পর্কে উঠে আসে এদিনের বাজেটে।
অন্যদিকে সিঙ্ঘু সহ দিল্লির উপকন্ঠের একাধিক এলাকায় কংক্রিটের ব্যরিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে। ব্যবহার করা হয়েছে কাঁটাতার। ব্যারিকেডের পর থরে থরে পেরেক সাজানো হয়েছে। তিন এবং চার স্তরে রাখা হয়েছে পুলিশের গাড়ি। বিপুল পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে সিঙ্ঘু, টিকরি এবং গাজিপুর সীমান্তে।