চলতি বছরের মাধ্যমিকের ফল প্রকাশ হবে ২০ জুলাই, ২২ তারিখ উচ্চমাধ্যমিকের ফল

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ চলতি বছরের মাধ্যমিকের ফল প্রকাশ হবে ২০ জুলাই। ওই দিন সকাল ৯ টায় মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন। সকাল ১০ টা থেকে ওয়েবসাইটে ফল দেখা যাবে।

wbresults.nic.in, exametc.com সহ ১২ টি ওয়েবসাইটের মাধ্যমে ফল জানতে পারবে পরীক্ষার্থীরা। কোভিডের জেরে চলতি বছরে মাধ্যমিক পরীক্ষা বাতিল হয়ে যায়। পর্ষদের পক্ষ জানানো হয়েছে, ৫০-৫০ অনুপাতে মাধ্যমিক পরীক্ষার্থীদের মূল্যায়ন হবে।

উল্লেখ্য, এবছর পরীক্ষা না হওয়ায় পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ডও দেওয়া হয়নি। তাই নবম শ্রেণিতে ওঠার পরেই তাঁরা যে রেজিস্ট্রেশন নম্বর পেয়েছিল, সেটার ভিত্তিতে প্রাপ্ত নম্বর জানতে পারবে। এরই সঙ্গে জানানো হয়েছে যে, এবার পরীক্ষার্থীরা মার্কশিটের সঙ্গেই অ্যাডমিট কার্ডও হাতে পাবে।

দলত্যাগ বিরোধী আইনে মুকুল রায়ের সদস্যপদ বাতিল নিয়ে আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত বিজেপির

নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার মার্কশিট ও দশম শ্রেণির অভ্যন্তরীন মূল্যায়ণ ৫০-৫০ শতাংশ হারে নিয়ে মার্কশিট তৈরি হবে। কোভিড পরিস্থিতির জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাধ্যমিক পরীক্ষা বাতিলের হওয়ার কথা জানিয়েছিলেন।

২২ জুলাই উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা করা হবে৷ ওই দিন দুপুর ৩টে নাগাদ বিদ্যাসাগর ভবনে সাংবাদিক বৈঠক করবেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি মহুয়া দাস৷ তখনই ফল ঘোষিত হবে৷ বিকেল ৪টের পর সংসদের ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারবে পড়ুয়ারা৷ ২৩ জুলাই সকাল ১১টার পর মার্কশিট দেওয়া হবে৷ এবার ৮ লক্ষ পড়ুয়ার ফলপ্রকাশ করবে সংসদ।

সম্পর্কিত পোস্ট