প্রকাশিত হল সংশোধিত ভোটার তালিকা, বাড়ল ২.০১ শতাংশ ভোটার
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ শুক্রবার প্রকাশিত হল সংশোধিত ভোটার তালিকা। কমিশন সূত্রের খবর, নতুন তালিকা অনুযায়ী মোট ভোটারের সংখ্যা ৭,৩২,৯৪,৯৮০ জন।
আগে মোট ভোটারের সংখ্যা ছিল ৭,১৮,৪৯,৩০৮ জন। প্রায় ২০ লক্ষের বেশী ভোটারের সংখ্যা বেড়েছে। আগের তুলনায় শতকরা ২.০১ শতাংশ বেড়েছে ভোটারের সংখ্যা। কমিশন সূত্রের খবর, বাদ পড়েছে বেশ কিছু ভোটারের নাম।
নতুন তালিকায় পুরুষ ভোটারের সংখ্যা ৩,৭৩,৬৬,৩০৬। মহিলা ভোটারের সংখ্যা ৩,৫৯,২৭,০৮৪ জন। তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ১,৭৯০ জন।
ফেব্রুয়ারির মাসে মাঝামাঝি সময়ে প্রকাশিত হতে পারে নির্বাচনের সময়সূচী। এপ্রিল মাসে ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে। কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে বাড়তে পারে বুথের সংখ্যা।
তবে নির্বাচন কমিশন জানিয়েছে, যদি কেউ ভোটার তালিকায় নাম তুলতে চান বা নাম বা অন্য কোনও কিছু সংশোধন করতে চান তা করা যাবে অফলাইন ও অনলাইনে। এই নাম সংযুক্তিকরণের কাজ করা যাবে সংশ্লিষ্ট এলাকায় নোটিফিকেশন হওয়ার আগের দিন পর্যন্ত।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/the-deputy-election-commissioner-gave-a-clear-message-to-the-administrative-officers-of-the-district/
ভোটার তালিকা প্রকাশ পাওয়ার পরই রাজনৈতিক মহলের নজর থাকবে নির্বাচনের দিন ঘোষণার দিকে। মনে করা হচ্ছে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকেই ভোট পর্ব শুরু হয়ে যাবে বাংলায়।
সেক্ষেত্রে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি দিন ঘোষণা করে দেওয়া হতে পারে। আর তখন থেকেই রাজ্য জুড়ে চালু হয়ে যাবে নির্বাচনের আচরণবিধি। এখনই কত দফায় নির্বাচন হবে পশ্চিমবঙ্গে সেটা সঠিকভাবে বলা না গেলেও সংখ্যাটা যে বাড়বে সে নিয়ে কোন সন্দেহ নেই।
পাশাপাশি কোভিড প্রটোকল মানার জন্য রাজ্যে যেখানে মোট বুথের সংখ্যা ছিল ৭৮,৯০৩ টি, সেখানে একই কেন্দ্রে অক্সিলারি বুথ তৈরি করা হবে। যার ফলে এই সংখ্যাটি বেড়ে দাঁড়িয়েছে ১,০১,৭৩৩ টি। এর ফলে যে বুথে ভোটারের সংখ্যা ছিল ১৫০০ র বেশি এবার তাকে দুটি ভাগে বিভক্ত করে দেওয়া হবে।
যদিও এদিন যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে, তার সঙ্গে বিজেপির দাবি মিলছে না। কারণ ভোটার সংখ্যা যে পরিমাণ বেড়েছে, সেটা বিধানসভা পিছু ভাগ করলে দেখা যাবে সংখ্যাটা ৫ হাজারের কাছাকাছি।
আজ ভোটার তালিকা প্রকাশের দিকে তাকিয়ে ছিলেন রাজনীতি সচেতন মানুষজন। নির্বাচনী প্রক্রিয়া কার্যত এদিন থেকেই শুরু হয়ে গেল।
বুধবার দুই দিনের সফরে আসেন কেন্দ্রীয় উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন। আইনশৃঙ্খলা নিয়ে সমস্ত জেলার জেলাশাসক এবং পুলিশ কর্তাদের সঙ্গে কথা বলেন তিনি। এরপরেই প্রকাশ হল সংশোধিত তালিকা।
আগামী সপ্তাহেই রাজ্যে আসতে পারে রাজ্য কমিশনের ফুল বেঞ্চ। সূত্রের খবর, বুধবার রাতেই উপস্থিত হবে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ।
বৃহস্পতিবার সমস্ত জেলার ডিএম এবং এসপিদের সঙ্গে বৈঠক করবেন তাঁরা। এমনকি রাজনৈতিক দলগুলির সঙ্গেও তাঁরা বৈঠক করবেন বলে জানা গিয়েছে।