চলতি সপ্তাহেই শেষ করতে হবে রাস্তা মেরামতির কাজ, কড়া নির্দেশ নবান্নের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্য সরকার যুদ্ধকালীন ভিত্তিতে রাজ্যের সব বেহাল রাস্তা মেরামতির নির্দেশ দিয়েছে। বেহাল রাস্তার হল ফেরাতে ২০০কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পূর্ত সচিবের উপস্থিতি এক উচ্চপর্যায়ের এক বৈঠকের আয়োজন করা হয়।
চলতি সপ্তাহের মধ্যে যুদ্ধকালীন পরিস্থিতিতে রাস্তা সারানোর জন্য ওই বৈঠকে নির্দেশ দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গেছে।
বৈঠকে বিভিন্ন জেলায় পূর্ত দফতরের ডিভিশনাল ইঞ্জিনিয়াররা উপস্থিত ছিলেন।জানা গেছে ইতিমধ্যেই বিভিন্ন জেলায় রাস্তা সারানোর কাজ শুরু হয়েছে। কিন্তু লাগাতার বৃষ্টির কারণে কাজ ব্যাহত হচ্ছে।
যেসব জায়গায় কাজ বৃষ্টির কারণে আটকে আছে সেখানে অন্তত প্যাচওয়ার্ক করার কাজ পুজোর আগে যাতে সেরে ফেলা হয় সে ব্যাপারে স্পষ্ট নির্দেশিকা দেওয়া হয়েছে।
করোনার করাল গ্রাসে বন্ধ পুজো কার্নিভাল, মায়ের আরাধনায় ১১ দফা বিধিনিষেধ রাজ্যের
অন্যদিকে রাজ্য সরকার, চলতি বছরে পুজো অনুদান বাবদ ২০১ কোটি ৯১ লাখ টাকা বরাদ্দ করেছে। মোট ৪০৩৮২টি ক্লাব, সংগঠনকে এই টাকা দেওয়া হবে বলে অর্থ দফতর সূত্রে জানা গিয়েছে। এর মধ্যে ৩৭ হাজার ৩৮২টি ক্লাব রাজ্য পুলিশ এবং বাকি তিন হাজার ক্লাব কলকাতা পুলিশের আওতাধীন।
পুজোর পরে যে চারটি কেন্দ্রে উপনির্বাচন রয়েছে সেই সংশ্লিষ্ট জেলাগুলিতে আদর্শ আচরণবিধি জারী থাকায় কোন রাজনৈতিক ব্যক্তিত্ব চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না বলে জানানো হয়েছে। উল্লেখ্য রাজ্য সরকার চলতি বছরে প্রতিটি পুজো কমিটিকে পঞ্চাশ হাজার টাকা করে অনুদান দেবে বলে আগেই জানিয়েছে।