করোনাকালে বদলে গিয়েছে কুচকাওয়াজের নিয়ম
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনা মহামারি আবহে দেশজুড়ে পালিত হচ্ছে ৭২ তম প্রজাতন্ত্র দিবস। তবে স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখে এবারের অনুষ্ঠান সুচীর সময় কমিয়ে দেওয়া হয়েছে। সকাল ৯ টা থেকে শুরু হয়ে বেলা সাড়ে ১১ টার মধ্যে তা শেষ করা হবে।
এবারের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না কোনও প্রধান অতিথি। দর্শকাসনে থাকছে না ১৫ বছরের কম বয়সী শিশুরা।
যদিও এবারের কুচকাওয়াজ অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসাবে থাকছে রাফায়েল জেট এবং বাংলাদেশী সেনা বিভাগের জওয়ানরা। ১২২ জনের একটি সেনা দলকে আগেই বাংলাদেশ থেকে নিয়েয়াসা হয়েছে। উপস্থিত থাকবেন কর্নেল মোহাতসিম হায়দার চৌধুরী।
১৭ টি রাজ্যের ৩২ টি ট্যাবোলয়েড দেখা যাবে এবারের অনুষ্ঠানে। দেশবাসীর প্রতি শুভেচ্ছা জানিয়ে মঙ্গলবার সকালেই টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
देशवासियों को गणतंत्र दिवस की ढेरों शुभकामनाएं। जय हिंद!
Wishing all the people of India a Happy #RepublicDay. Jai Hind!
— Narendra Modi (@narendramodi) January 26, 2021
অন্যান্য বছরের মতো এবছরেও দিল্লির ঐতিহাসিক রাজপথ জুড়ে থাকবেন সেনা বিভাগের আধিকারিকরা। থাকছে রাশিয়ার টি-৯০যুদ্ধ ট্যাঙ্ক, টি-৭২ ব্রিজ লেয়ার ট্যাঙ্ক সহ আরও অত্যাধুনিক অস্ত্র।
আরও পড়ুনঃ মহামারী কাটিয়ে কেন্দ্রের বাজেটে প্রত্যাশা- ‘চাহিদা পূরণের’
কোভিডের কথা মাথায় রেখে কুচকাওয়াজে অংশগ্রহণকারী সমস্ত সেনা জওয়ানদের বায়োবাবেলের মধ্যে রাখা হয়েছে। দর্শকাসনে দেড় লক্ষের পরিবর্তে মাত্র ২৫ হাজার আসন বরাদ্দ করা হয়েছে। এমনকি মাত্র ১৬০ জন স্কুল পড়ুয়ারা এবারের কুচকাওয়াজ সরাসরি দেখতে পাবেন।
এবারের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসাবে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে আমন্ত্রণ করেছিল ভারত। কিন্তু নতুন করোনা ভাইরাসের উপস্থিতি বেশ উদ্বেগজনক হওয়ায় তা বাতিল করা হয়েছে।
অন্যদিকে, দিল্লির উপকন্ঠে আন্দোলনকারী কৃষকরা এদিন সারা দিল্লি জুড়ে ট্র্যাক্টর প্যারেড করবেন। ইতিমধ্যেই সিঙ্ঘু, টিকরি সহ অন্যান্য জায়গায় দেশজুড়ে প্রায় ৬০ হাজারের অধিক ট্র্যাক্টর এসে জমা হয়েছে।