পেট্রোপণ্যের লাগাতার মূল্যবৃদ্ধি নিয়ে বিধানসভায় সরব শাসক শিবির
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ পেট্রোপণ্যের (petrol-diesel price hike) লাগাতার মূল্যবৃদ্ধি এবং রাজ্যের সঙ্গে কোন আলোচনা না করে কেন্দ্রীয় সরকার সীমান্ত সুরক্ষা বাহিনীর রাজ্যের অভ্যন্তরীণ এলাকা বৃদ্ধির অভিযোগের উপরে রাজ্য সরকার বিধানসভার চলতি অধিবেশনে এই দুটি বিষয়ে আলোচনার জন্য দুটি পৃথক প্রস্তাব আনার সিদ্ধান্ত নিয়েছে।
পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) আজ বিধানসভায় সাংবাদিকদের বলেন পেট্রোপণ্য এবং গ্যাসের মূল্য বৃদ্ধির জন্য সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অন্যদিকে কেন্দ্রীয় সরকার একতরফা ভাবে সীমান্ত সুরক্ষা বাহিনীর এলাকা বৃদ্ধি করার প্রতিবাদ জানিয়ে অধিবেশনে আলোচনার জন্য এই দুটি বিষয়ে প্রস্তাব আনা হবে।
উপ নির্বাচনের ফল ঘোষণার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল পুরভোটের প্রস্তুতি
এই দিন বিরোধীশূন্য বিধানসভায় পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মের দ্বিশতবর্ষ উপলক্ষে তিনি ছাড়াও বিপ্লব রায় চৌধুরী, অদিতি মুন্সি এবং অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় আলোচনায় অংশ নেন। আট তারিখে পরবর্তী কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের পরবর্তী কার্যসূচি স্থির করা হবে বলে তিনি জানিয়েছেন।