কালিয়াচকে বাজি ফাটাতে গিয়ে মৃত্যু স্কুল ছাত্রীর

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বাজি ফাটাতে গিয়ে মৃত্যু হল এক স্কুলছাত্রীর। ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার কদমতলী গ্রাম পঞ্চায়েতের জালালপুর এলাকায়। মৃত স্কুল ছাত্রীর নাম জয়ন্তি রবিদাস। বয়স সাত বছর। প

রিবারের রয়েছে বাবা রতন রবিদাস এবং মা তুলসী রবিদাস। যতন রবিদাসের দুই মেয়ে। জয়ন্তি পরিবারে বড়ো। সে স্থানীয় কদমতলী প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস ওয়ানের ছাত্রী।

পরিবার সূত্রে জানা যায় প্রত্যেক বছরের ন্যায় গতকালকেও কালী পূজা উপলক্ষে বাড়ির পরিবারের সদস্যদের সঙ্গে বাজি ফাটাচ্ছিল সে। সেই সময় বাজিটি ফেটে হঠাৎই তার জামাতে আগুন লেগে যায়।

তার চিৎকার শুনে পরিবারের লোকেরা ছুটে আসলে আগুন নিভিয়ে চিকিৎসার জন্য তৎক্ষণাৎ তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় ওই স্কুলছাত্রীর।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/obstruction-of-land-occupation-attempted-murder-by-hacking-mother-and-son/

মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। মৃত্যুর পরে শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ গোটা গ্রামে।

প্রসঙ্গত, চলতি বছরে করোনা আবহে দীপাবলী উৎসব ম্লান হয়ে গিয়েছে। সুপ্রিম নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বাজি ফাটানোর উপর। সেক্ষেত্রে কীভাবে তারা প্রশাসনের নজর এড়িয়ে বাজি ফাটাচ্ছিলেন

সম্পর্কিত পোস্ট