কোভিশিল্ডের দ্বিতীয় টিকার আবেদন করা যাবে ৮৪ দিন পরঃ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দিন দুয়েক আগেই কোভিশিল্ডের দুটি ডোজের ব্যবধান বাড়িয়েছে কেন্দ্র। প্রথম টিকা পাওয়ার 3 থেকে 4 মাসের মাথায় দ্বিতীয় ডোজ পাওয়া যাবে। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের পরই বিষয়টি আলাপ-আলোচনা শুরু হয়েছে বিভিন্ন স্তরে। একইসঙ্গে ধোঁয়াশা তৈরি হয়েছে আমজনতার মধ্যেও।
প্রশ্ন উঠছে, যারা আগেই দ্বিতীয় টিকার জন্য কোউইন অ্যাপের নাম নথিভুক্ত করেছিলেন তাদেরও কি 3 থেকে 4 মাস পরই পরের ডোজ দেওয়া হবে? রবিবার অবশ্য সব প্রশ্নেরই ধোঁয়াশা কাটিয়ে দিল কেন্দ্র।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, 84 দিনের আগে কোনো ব্যক্তি দ্বিতীয় টিকার জন্য নাম নথিভুক্ত করতে পারবেন না। তবে নতুন নিয়ম চালু হওয়ার আগেই যারা নাম নথিভুক্ত করেছিলেন তারা নির্ধারিত সময়ে টিকা নিতে পারবেন। বাতিল হবে না তাদের নাম।
তবে বাস্তবে দেখা যাচ্ছে টিকা নিতে গিয়ে ফিরে আসতে বাধ্য হচ্ছেন অনেকেই। তার কারণ 84 দিনের আগে টিকা দিতে রাজি হচ্ছেন না স্বাস্থ্যকর্মীরা।
এই ধরণের কিছু অভিযোগ প্রকাশ্যে আসতেই বিবৃতি জারি করেছে স্বাস্থ্যমন্ত্রক। জানানো হয়েছে, যারা টিকার দ্বিতীয় ডোজ নিতে হাজির হচ্ছেন তাদের ফিরিয়ে দেওয়া যাবেনা। স্পষ্ট বার্তা তারা চাইলেই 84 দিন পরেও টিকার জন্য আবেদন করতে পারেন।
প্রসঙ্গত প্রথমে জানানো হয়েছিল কোভিশিল্পের দুটি ডোজের মধ্যে ব্যবধান থাকবে 28 দিন। পরে তা বাড়িয়ে করা হয় 6 থেকে 8 সপ্তাহ। পরবর্তীকালে তা আরো বাড়িয়ে করা হয় 12 থেকে 16 সপ্তাহ।