জুলাইতে শুরু হবে সপ্তদশ অধিবেশন, অব্যাহত কমিটি গঠন নিয়ে জটিলতা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সপ্তদশ বিধানসভার অধিবেশন শুরু হতে চলেছে আগামী ২ জুলাই। কিন্তু বিধানসভার স্থায়ী কমিটি গঠন নিয়ে শাসক ও বিরোধী দলের মধ্যে দর-কষাকষি এখনো অব্যাহত। বিধায়কদের প্রতিনিধিত্বে রাজ্য বিধানসভায় কাজ করে ৪১ টি গুরুত্বপূর্ণ কমিটি। এরমধ্যে ২৬ টি স্ট্যান্ডিং কমিটি এবং ১৫ টি হাউস কমিটি।

সূত্রের খবর, এই কমিটি গঠন ও বন্টন নিয়ে বৃহস্পতিবার তৃণমূল মহাসচিব ডঃ পার্থ চট্টোপাধ্যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে ফোনে আলোচনা করেন। শুভেন্দু বাবু ৪১ টির মধ্যে ১৫ টি কমিটির দাবি জানান।

এক্ষেত্রে শাসকদল অবশ্য বিরোধীদের ৯ থেকে ১১ টি কমিটি দেওয়ার পক্ষপাতী বলে তাঁকে জানিয়ে দেন পার্থ চট্টোপাধ্যায়। তবে বিরোধীদের দাবির বিষয়টি নিয়ে ভেবে দেখা হবে বলে পার্থ বাবু বিরোধী নেতাকে জানিয়েছেন বলে সূত্র মারফৎ জানা গেছে।

উল্লেখ্য বিধানসভার স্ট্যান্ডিং এবং হাউস কমিটিগুলি একাধিক দপ্তরের কাজকর্ম পর্যালোচনার দায়িত্বে থাকে। স্ট্যান্ডিং কমিটি সরকারি কাজে নজরদারী করে থাকে এবং প্রয়োজনে পরামর্শ দেয়।

নন্দীগ্রাম ভোট মামলায় এজলাস বদললের আর্জি জানিয়ে প্রধান বিচারপতিকে চিঠি মুখ্যমন্ত্রীর আইনজীবীর

সূত্র মারফৎ জানা গিয়েছে ২৪ ঘন্টা কেটে গেলেও এখনও পর্যন্ত কতগুলি কমিটির চেয়ারম্যান বিরোধীদের হাতে ছাড়া হবে তা নিয়ে কোনও রফা সূত্র বেরোয়নি। এই টানাপোড়েনের মাঝেই আজ ৪১টি কমিটির জন্য নামের তালিকা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে জমা দেয় বিজেপি।

এদিকে সরকার পক্ষের তরফে জানানো হয়েছে, সর্বোচ্চ ১০টি কমিটির চেয়ারম্যান পদ বিরোধী দলের জন্য বরাদ্দ করা যেতে পারে। তবে গোটা বিষয়টিই আলোচনার স্তরে রয়েছে বলে খবর।

পিএসি-সহ বিধানসভার চারটি কমিটির জন্য নির্বাচন হবে ২৮ জুন। মনোনয়ন জমা দেওয়া যাবে ২৩ জুন পর্যন্ত। এদিকে পাবলিক অ্যাকাউন্টস কমিটি চেয়ারম্যানের জন্য বিজেপির তরফে বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ীর পাঠানো হয়েছে বলে জানা গেছে। বিরোধী দলের চিফ হুইপ মনোজ টিগগা শুক্রবার নামগুলি বিধানসভার স্পিকারের কাছে জমা দিয়েছেন বলে বিজেপি সুত্রে খবর।

সম্পর্কিত পোস্ট