১০ জুন থেকে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে শুরু হচ্ছে শুটিং
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ প্রায় তিনমাস হতে চলল টালিগঞ্জের স্টুডিও পাড়া স্তব্ধ।হাজার হাজার টেকনিশিয়ান ও আর্টিস্ট সবাই তাকিয়ে রয়েছেন কবে আবার স্বাভাবিক কর্মব্যস্ততা ফিরবে সেখানে। সরকারের তরফে বলা হয়েছিল ১ জুন থেকে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে সিরিয়াল ও সিনেমার শুটিং শুরু করা যাবে।
তা সত্ত্বেও লাইট ক্যামেরা অ্যাকশানের চেনা ছবিটা ফেরেনি স্টুডিওপাড়ায়। এই অবস্থায় বৃহস্পতিবার সংগঠনগুলিকে নিয়ে বৈঠকে বসেছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। এই বৈঠকে ইমপা, ফেডারেশন ও আর্টিস্ট ফোরামের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সেখানেই ঠিক হয় আগামী ১০ জুন থেকে টালিগঞ্জ পাড়ায় শুরু হবে সিরিয়াল ও শুটিংয়ের কাজ।সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনেই এই কাজ করতে হবে।
সুপার সাইক্লোন আমফানে মৃত দুই ব্যক্তির পরিবারের হাতে চেক প্রদান রাজ্যের
মন্ত্রী জানিয়েছেন
- সরকারের নির্দেশিত হেলথ প্রটোকল মেনেই শুটিংয়ের কাজ শুরু হবে।
- এদিনের বৈঠকে ঠিক হয়েছে, আপাতত শিশুদের নিয়ে শুটিংয়ের কাজ হবে না।
- তবে বয়স্ক যাঁরা কাজ করতে চাইবেন তাঁরা কাজ করতে পারবেন।
- তবে ৬৫ বছরের উর্দ্ধে যে অভিনেতারা আছেন তাদের মুচেলেকা দিয়ে শুটিং করতে হবে।
- আপাতত ঘনিষ্ঠ দৃশ্য বাদ রেখেই চিত্রনাট্য লেখা হচ্ছে।সমস্ত টেকনিশিয়ান ও আর্টিস্টদের জন্য ২৫ লক্ষ টাকার এলটা বিমা করা হয়েছে।
- যদি কারও সমস্যা হয় সেক্ষেত্রে এই বিমার সুবিধা তাঁরা পাবেন।
- এই বিমার জন্য চ্যানেল দেবে ৫০ শতাংশ অর্থ।
- প্রযোজক দেবে ৪০ শতাংশ এবং কলা-কুশলীরা দেবেন ১০ শতাংশ অর্থ।
- সোশ্যাল ডিস্টেন্সিং মেনেই শুটিং করতে হবে।
- স্বাভাবিকভাবে সিরিয়ালে বিভিন্ন সময় ঘনিষ্ঠ দৃশ্য থাকে। আপাতত ঠিক হয়েছে, সেগুলি এখন শুটিং হবে না।
- মেকাপের সরঞ্জাম বাড়ি থেকে আনতে হবে।
- একইসঙ্গে কস্টিউম বাড়ি নিয়ে গিয়ে ধুয়ে নিয়ে এসে ব্যবহার করতে হবে।
৮৪ দিম বন্ধ থাকার পর আবার যে শুটিং শুরু হচ্ছে তাতে খুশি কলা কুশলী থেকে প্রয়োজক ও পরিচালকরা