তৃণমূলের অবস্থা বাঁধাকপির মতো, ফের বেলাগাম দিলীপ
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আছেন দিলীপ ঘোষেই। বেলাগাম মন্তব্যে তাঁর জুড়ি মেলা ভার। আর সেই বেলাগাম মন্তব্যে কার্যত অস্বস্তিতে পড়তে হয় দলকে। কিন্তু তিনি শোধরান না।
রবিবার ফের রাজ্যের শাসকদল তৃণমূলকে নিশানা করতে গিয়ে বেফাঁস মন্তব্য করেছেন বঙ্গ বিজেপি সভাপতি। আর সেই মন্তব্য নিয়ে সমালোচনার ঝড় উঠেছে।
এদিন সকালে প্রাতঃভ্রমণে তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে তিনি বলেন, ‘তৃণমূলের অবস্থা বাঁধাকপির মতো। পাতা ছাড়াতে ছাড়াতে কপি যেমন খুঁজে পাওয়া যায় না, তেমনই তৃণমূল ভাঙতে ভাঙতে পার্টিটাই উঠে যাবে। শুধু দুই জন থাকবেন। আরও বহু লোক আমাদের দিকে চলে আসবেন। যাঁরা পরিবর্তন চান, আমরা তাঁদের স্বপ্ন সফল করব। সত্যিকারের পরিবর্তন বিজেপি করবে।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/a-trinamool-councilor-has-been-accused-of-beating-a-pro-bjp-woman-to-death/
নাম না করলেও তিনি যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইঙ্গিত করেছেন, তা পরিস্কার। এদিন ফের একবার তৃণমূল কংগ্রেসকে দুর্নীতিগ্রস্থ দল হিসেবেও কটাক্ষ করেছেন বিজেপি রাজ্য সভাপতি।
তাঁর কথায়, ‘দুর্নীতিতে ভরে গিয়েছে তৃণমূল দলটা। বাংলায় গরু ও কয়লা পাচারচক্রের সঙ্গে জড়িত তৃণমূলের অধিকাংশ নেতা। আর সেই জন্য তল্লাশি শুরু হতেই মুখ্যমন্ত্রী প্রতিবাদ করছেন। এতেই স্পষ্ট যে ক্ষমতায় রয়েছেন যাঁরা তাঁদের আসল চেহারা।’