ক্রেতা সুরক্ষার পাঠ দিতে স্কুলে তৈরী হচ্ছে স্ট্যান্ডার্ড ক্লাব

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দেশের ভবিষ্যত নাগরিকদের ক্রেতা সুরক্ষার পাঠ দিতে সারা দেশের পাশাপাশি এরাজ্যের স্কুল গুলিতে স্ট্যান্ডার্ড ক্লাব তৈরি করা হচ্ছে। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস এর উদ্যোগে ইতিমধ্যেই কলকাতায় ৬০ টি স্কুলে এধরণের ক্লাব গড়ে তোলা হচ্ছে। আগামী দিনে জেলাতেও একই ধরণের ক্লাব গড়ে তোলা হবে বলে BIS-এর পূর্বাঞ্চলীয় ডেপুটি ডিরেক্টর জেনারেল দিব্যেন্দু চক্রবর্তী জানিয়েছেন।

তিনি জানান, সরকারি ও বেসরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের প্রশিক্ষণ দিয়ে তাঁদের মাধ্যমে পড়ুয়াদের ISI মার্ক, হলমার্ক-সহ দৈনন্দিন জীবনে ব্যবহৃত সামগ্রীর গুণগত মান সম্পর্কে পরিচয় ঘটানো ও গুনমানের প্রয়োজনীয়তা অবহিত করাই এই কর্মসূচির উদ্দেশ্য।দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত ব্যবহৃত সামগ্রীর গুণগতমান যাচাই করা সমাজের অধিকার।

জুনেই GTA নির্বাচন, শিলিগুড়ি মহকুমা পরিষদেও হবে ভোট

কিন্তু অনেকেই সেই গুণমান সম্পর্কে ওয়াকিবহাল নয়, সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন করে তুলতেই ভারত সরকারের এই উদ্যোগ।প্রতি স্কুলেই একজন করে শিক্ষক বা শিক্ষিকাকে পড়ুয়াদের তৈরি স্ট্যান্ডার্ড ক্লাবের মেন্টর হিসাবে নিয়োগ করা হচ্ছে।

কলকাতায় চলতি সপ্তাহে দুদিন মেন্টরদের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়।সেখান থেকে পণ্যের মান ও ক্রেতা অধিকারের পাঠ নিয়ে সংশ্লিষ্ট শিক্ষকেরা তাঁদের পড়ুয়াদের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেবেন বলে দিব্যেন্দু বাবু জানান।

সম্পর্কিত পোস্ট