বেসুরোদের নিয়ে বেকায়দায় রাজ্য বিজেপি

দ্য কোয়ারি ডেস্ক : বেসুরোদের নিয়ে বেকায়দায় রাজ্য বিজেপি। প্রায় প্রতিদিনই নিয়ম করে কেউ না কেউ মুখ খুলছে। এই অবস্থায় বেসুরোদের মুখ বন্ধ করতে তিন সদস্যের এক গড়ল বিজেপি।

এখন থেকে দলে আর বেসুরো গাওয়া যাবে না। দলে থেকে ভিন্ন সুরে গাইলে দ্রুত ব্যবস্থা নেবে কমিটি। দলে থেকে দলবিরোধী মন্তব্য করা যাবে না বলেও জানিয়ে দিয়েছেন বিজেপির রাজ্য নেতৃত্ব।

লোকসভা নির্বাচনে বিজেপির আসন সংখ্যা একলপ্তে বেড়ে যায় অনেকখানি। তার পরেই বিধানসভায় বিজেপি ক্ষমতায় আসছে ভেবে নিয়ে তৃণমূল ছেড়ে দলে দলে লোকজন যোগ দেন বিজেপিতে।

বিজেপির ফল খারাপ হতেই ‘মধুলোভী’র দল প্রস্তুতি শুরু করে ঘরওয়াপসির। এনিয়ে যোগাযোগও করেন তৃণমূল নেতৃত্বের সঙ্গে। এঁদের কেউ ফেসবুকে আবেগঘন পোস্ট করে দলনেত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

কেউ আবার খোলাখুলিই চিঠি পাঠিয়ে আবেদন করে বসেন তৃণমূল নেত্রীকে। একজন তো আবার তাঁর স্ত্রীকেই মমতার কাছে পাঠিয়ে দিয়েছিলেন তদ্বির করার জন্য! তবে তৃণমূল নেতৃ্ত্বের সিদ্ধান্ত, আপাতত পর্যবেক্ষণে রাখা হবে ঘরওয়াপসির আবেদনকারীদের। তার পরেই নেওয়া হবে সিদ্ধান্ত।

এসব ঘটনাই নজরে এসেছে বিজেপির শীর্ষ নেতৃত্বের। তার জেরে আজ, মঙ্গলবার হেস্টিংসে দলের বৈঠকে গঠন করা হয়েছে তিন সদস্যের কমিটি। এই কমিটিতে রয়েছেন বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার, বিশ্বপ্রিয় রায়চৌধুরী এবং রথীন বসু। এবার থেকে দলে থেকে বেসুরো গাইলেই ব্যবস্থা নেবে এই শৃঙ্খলারক্ষা কমিটি।

বিধানসভা নির্বাচনে ধরাশায়ী হওয়ার পর দলের বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপির বেশ কয়েকজন সাংসদ-বিধায়ক। সোশ্যাল মিডিয়ায়ও দল বিরোধী নানা কথা লিখছেন অনেকেই।

এসব বন্ধেই কড়া হচ্ছেন বিজেপি নেতৃত্ব। গঠিত হল শৃঙ্খলারক্ষা কমিটি। দলবিরোধী কোনও কাজ করলেই ব্যবস্থা নেবে এই কমিটি।

সম্পর্কিত পোস্ট