কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে হোক পুর নির্বাচন, দাবী রাজ্য বিজেপি সভাপতির

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্যের পুলিশ দিয়ে পুর নির্বাচন করানো হলে অবাধ এবং শান্তিপূর্ণ ভোট হওয়া সম্ভব নয়৷ পুলিশের মেরুদণ্ড বেঁকে গিয়েছে। পুলিশ আগেও ব্যর্থ হয়েছে৷ যারা বারবার ব্যর্থ হয় তাঁদেরকে সুযোগ দেওয়া উচিত নয়৷ তাই পুরভোট করানো হোক কেন্দ্রীয় বাহিনী দিয়ে৷ এমনটাই দাবী রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের।

রাজ্যের বিধানসভা নির্বাচন মিটে গেছে। এবার পুরভোট করানোর প্রস্তুতি নিয়েছে রাজ্য প্রশাসন। এমনটা আভাস মিলেছে মুখ্যমন্ত্রীর কথাতেও। কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে ডিসেম্বরেই হাওড়া এবং কলকাতা পুরসভার নির্বাচন করানোর পরিকল্পনা রাজ্য সরকারের।

এবিষয়ে রাজ্য বিজেপি সভাপতির মন্তব্য, বিধানসভা ভোটের আগে থেকে পুরসভা নির্বাচন বাকি পড়ে রয়েছে। বিজেপি বারবার করে পুরভোটের দাবী জানালেও রাজ্য সরকার নির্বাচন করানোর ইচ্ছে প্রকাশ করেনি। এখন ক্ষমতায় আসার পর মানুষের মনে ভয় ধরিয়ে একের পর এক পুরসভা দখল করতে চাইছে।

তাই রাজ্য পুলিশের ওপর ভরসা রাখছেন না রাজ্য বিজেপির নেতারা। বরং কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর দাবীতে আদালত অবধি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে গেরুয়া শিবির।

বিধানসভা ভোটের নিরিখে বহু পুরসভা এলাকায় বিজেপি প্রভাব বেড়েছে। ফলে একাধিক পুরভোটে বিজেপির জয় নিশ্চিত বলে আত্মবিশ্বাসী নয়া রাজ্য বিজেপি সভাপতি।

রাজ্যের কলকাতা পুরনিগম সহ ১১২ টি পুর এলাকার ভোট এখনও বাকি পড়ে রয়েছে। ২০২০ সালে করোনার কারণে তা পিছিয়ে যায়। চলতি বছরেই একাধিক পর্যায়ে নির্বাচন সেরে ফেলতে চাইছে রাজ্য নির্বাচন কমিশন।

এক্ষেত্রে নবান্নের তরফে সবুজ সংকেত মিললেই বিজ্ঞপ্তি জারি করতে চলেছেন নির্বাচন কমিশনের আধিকারিকরা। নতুন বছরের আগেই শেষ হতে পারে সমস্ত পুরসভার নির্বাচন প্রক্রিয়া।

সম্পর্কিত পোস্ট