চিঠির জবাব দেয়নি রাজ্য, স্বরাষ্ট্রমন্ত্রকের ৪ সদস্যের দল হাজির নবান্নে

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ভোট-পরবর্তী হিংসাকে কেন্দ্র করে তোলপাড় গোটা রাজ্য। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই প্রতিদিনই রাজনৈতিক হিংসার খবর সংবাদ শিরোনামে। এবার ভোট পরবর্তী হিংসা নিয়ে তদন্ত করতে চেয়ে চার সদস্যের একটি কমিটি গঠন করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

বৃহস্পতিবার সেই তদন্ত কমিটির সদস্যরা এসে পৌঁছেছেন নবান্নে। প্রশাসনিক স্তরের এক উচ্চপদস্থ অফিসার এই চার সদস্যের দলকে নেতৃত্ব দেবেন বলে আপাত সূত্রের খবর। এই প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা ঘুরে দেখে সেই রিপোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে পেশ করবেন বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, ভোট পরবর্তী হিংসা নিয়ে বুধবারই স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে সতর্কবার্তা পাঠানো হয় রাজ্য সরকারকে। অবিলম্বে রিপোর্ট তলব করা হয়। তবে বুধবার পর্যন্ত রাজ্যসরকার সেই রিপোর্ট পেশ করেনি বলে অভিযোগ তোলে স্বরাষ্ট্রমন্ত্রক।

স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা জানান, প্রথম চিঠির উত্তর রাজ্য সরকারের তরফে পাইনি। দ্বিতীয় চিঠি দেওয়া হচ্ছে। উত্তর না পেলে বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা হবে।

কোষাগার সামলাতে অমিতেই ভরসা মমতার, রবিবাসরীয় দুপুরে শপথ গ্রহণ

প্রসঙ্গত, বিজেপির তরফে অভিযোগ ভোট পরবর্তী রাজনৈতিক হিংসায় ৬ জন কর্মী খুন হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণের আগের দিনই রাজ্য বিজেপির প্রথম সারির নেতারা ভোট-পরবর্তী অশান্তির অভিযোগ নিয়ে রাজ্যপালের দ্বারস্থ হয়েছিলেন।

উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বয়ং রাজ্যপালকে ফোন করে অবিলম্বে গোটা রাজ্যে শান্তির পরিবেশ বজায় রাখার বিষয়ে পদক্ষেপ গ্রহণ করতে বলেন।

গোটা রাজ্য জুড়ে হিংসার ঘটনার প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথের দিনে গোটা দেশজুড়ে ধরনা কর্মসূচির ডাক দিয়েছিলেন বিজেপি নেতৃত্বরা। রাজ্যে দু’দিনের সফরে এসে বিজেপির সর্বভারতীয় সভাপতি জগত প্রকাশ নাড্ডা নিহত কর্মীদের পরিবারের সঙ্গে দেখা করে আসেন।

বুধবার দিনভর হেস্টিংসের সামনে ধর্না মঞ্চে অবস্থান বিক্ষোভ দেখান রাজ্য বিজেপি নেতৃত্বরা। এদিন হেস্টিংসে দলীয় বিধায়কদের শপথ বাক্য পাঠ করান জগৎ প্রকাশ নাড্ডা এবং রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বুধবারের পর বৃহস্পতিবার সকাল পর্যন্ত কোনো উত্তর না মেলায় কেন্দ্রীয় সরকারের চার সদস্যের দল নবান্নে এসে পৌঁছয়।

সম্পর্কিত পোস্ট