কোভিড যোদ্ধাদের জন্য বীমার মেয়াদ অনির্দিষ্ট কালের জন্য বাড়িয়ে দিল রাজ্য সরকার
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কোভিড যোদ্ধাদের জন্য বীমার মেয়াদ অনির্দিষ্ট কালের জন্য বাড়িয়ে দিল রাজ্য সরকার। সম্প্রতি স্বাস্থ্য দপ্তর থেকে একটি নির্দেশিকায় বলা হয়েছে, কোভিড অতিমারীর পরিস্থিতি খতিয়ে দেখে আপাতত বীমার মেয়াদ বাড়ানো হলো।
এই সংক্রান্ত পরবর্তী আদেশনামা প্রকাশিত না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্তই বহাল থাকবে। ২০২০–র মে মাস থেকে রাজ্য সরকার কোভিড যোদ্ধাদের এই বিমার সুবিধা দিয়ে আসছে। চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মী, পুলিশ কর্মীর মতো যাঁরা কোভিড মোকাবিলায় সামনে থেকে লড়াই চালাচ্ছেন তাঁদের ও তাঁদের পরিবারকে সুরক্ষিত করতে ১০ লক্ষ টাকার বীমা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কোভিড অতিমারীতে লড়াই করতে গিয়ে কেউ মারা গেলে তাঁর পরিবার ১০ লক্ষ টাকা পাবে। কোভিডে আক্রান্ত হলে ১ লক্ষ টাকা পাবে। ২০২০ সালের নভেম্বর মাসে বিমার মেয়াদ সরকারিভাবে শেষ হয়ে গিয়েছিল।
ভোজন রসিক বাঙালির রসনা তৃপ্ত করতে আসছে রুপোলি শস্য
অন্যদিকে আজই কেমন চলছে টিকাকরণ পদ্ধতি তা খতিয়ে দেখতে আচমকাই এক টিকাকরণ কেন্দ্রে সারপ্রাইজ ভিজিট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।নবান্নে আসার পথে আচমকাই কালীঘাটে এক টিকাকরণ কেন্দ্রে হাজির হন মুখ্যমন্ত্রী। টিকার জন্য লাইনে দাঁড়ানো ব্যক্তিদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী।
কেন্দ্রের তরফে টিকা না পাওয়ার জন্য বারবার আক্রমণ করেছেন মমতা। প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েও ব্যাপারটি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু রাজ্যে পর্যাপ্ত টিকা না পাওয়ার জন্য খুবই ধীর গতিতে চলছে ১৮ উর্দ্ধদের টিকাকরণের কর্মসূচী।