গত বছরের তুলনায় এবছর ধানের সহায়ক মূল্য বাড়াল রাজ্য সরকার
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ গত বছরের তুলনায় এবছর ধানের সহায়ক মূল্য বাড়াল রাজ্য সরকার। রাজ্যের খাদ্য দপ্তর সূত্রের খবর, গত বছর সরকার চাষিদের কাছে ১৮৬৮ টাকা দরে প্রতি কুইন্টাল ধান কিনেছিল। এবার সেই ধান কেনা হবে ১৯৪০ টাকা দরে।
অর্থাত্ কৃষকরা এবার কুইন্টাল প্রতি ৭২ টাকা বেশি পাবেন। এছাড়াও চাষিদের বাড়ি থেকে কিষানমান্ডিতে ধান আনার জন্য কুইন্টাল প্রতি আরও ২০ টাকা করে দেওয়া হয়। অর্থাৎ এবছর সরকারের কাছে ধান বিক্রি করে চাষিরা কুইন্টাল প্রতি ১৯৬০ টাকা পাবেন। রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ জানান, চাষিদের সুবিধার্থেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।
কৃষিদপ্তর জানিয়েছে, একজন চাষি সর্বাধিক ৪৫ কুইন্টাল ধান বিক্রি করতে পারবেন। কৃষকবন্ধু প্রকল্পের বাইরে থাকা চাষিরাও ক্রয় কেন্দ্রগুলিতে ধান বিক্রি করতে পারবেন। ভাগচাষিদের ক্ষেত্রেও এই সুযোগ রয়েছে। আজ, সোমবার থেকেই রাজ্যের সর্বত্র ধান কেনা শুরু হচ্ছে।
অনেক জেলাতেই ধান কেনার টার্গেট বাড়ানো হয়েছে। আধিকারিকদের দাবি, ফড়েরা ধান বিক্রি করতে পারবে না। প্রতিটি ক্রয় কেন্দ্রে নজরদারি চালানো হবে। প্রয়োজনীয় নথি দেখার পরেই ধান কেনা হবে। বিগত বছরগুলি থেকে শিক্ষা নিয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
খাদ্যদপ্তর সূত্রে আরও জানা গিয়েছে, প্রথমে ক্রয়কেন্দ্র বা সিপিসিগুলি থেকে ধান কেনা হবে। পরে বিভিন্ন সংস্থাও ধান কিনতে নামবে। এবার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা ধান কিনবেন। তবে চাষিদের দাবি, ক্রয় কেন্দ্রে ধান নিয়ে যেতে এখনও সময় লাগবে। অধিকাংশ এলাকায় ধান এখনও পাকেনি।
মাঠ থেকে ধান তোলার পরে ঝাড়াই করে ক্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এক আধিকারিক বলেন, রাজ্যের কয়েকটি জেলায় জলদি জাতের ধান চাষ হয়। সেটাও খুব কম জমিতে হয়। সেই ধান চাষিরা ক্রয়কেন্দ্রে কিছুটা নিয়ে যেতে পারেন।
চাষিরা সাধারণত অগ্রহায়ণ মাসের মাঝামাঝি সময় থেকে ধান বিক্রি করতে শুরু করেন। ওই সময় ধান বিক্রির টাকায় তাঁরা রবিশষ্য চাষ শুরু করেন।