আগামী পাঁচ বছরের মধ্যে সমস্ত গ্রামকে ‘সজল গ্রাম’ গড়ে তোলার প্রতিশ্রুতি রাজ্য সরকারের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্য সরকার আগামী পাঁচ বছরের মধ্যে রাজ্যের সমস্ত গ্রামকে সজল গ্রাম হিসেবে গড়ে তোলার লক্ষ্যমাত্রা নিয়েছে। জলস্বপ্ন প্রকল্পের আওতায় যেসব গ্রামে একশ শতাংশ বাড়িতে বিশুদ্ধ পানীয় জলের সংযোগ দেওয়ার কাজ সম্পন্ন হবে, সেই গ্রামগুলিকে সজল গ্রাম হিসেবে ঘোষণা করা হবে বলে রাজ্যের জনস্বাস্থ্য, কারিগরি দফতর জানিয়েছে।
আগামী ৫ বছরের মধ্যে প্রতিটি গ্রামকে সজল গ্রাম হিসেবে গড়ে তোলা লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। জল স্বপ্ন প্রকল্পের আওতায় আগামী পাঁচ বছরের মধ্যে গ্রামের দু’কোটি মানুষের কাছে পরিশুদ্ধ জল পৌঁছে যাবে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের অধীনে ৫৮ হাজার কোটি টাকার এই প্রকল্পের কাজ চলছে।
৬ সপ্তাহের মধ্যে করোনায় মৃতদের পরিবারের হাতে তুলে দিতে হবে ক্ষতিপূরণঃ সু্প্রিম কোর্ট
বাংলার প্রতিটি ঘরে জলের সংযোগ পৌঁছে দিতে মুখ্যমন্ত্রী গত বছরের ৬ জুলাই এই প্রকল্পের সূচনা করেন। প্রকল্পের বাজেট মোট ৫৮ হাজার কোটি টাকা।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, বর্তমান দৈনিক জল সংযোগের লক্ষ্যমাত্রা বাড়িয়ে ২০ হাজার করার নির্দেশ দেওয়া হয়েছে।রাজ্যে ১ কোটি ৬৩ লক্ষের মতো গ্রামীণ পরিবার রয়েছে। এখনও পর্যন্ত মাত্র ২.১৯ লক্ষ বাড়িতে জলের সংযোগ পৌঁছেছে। ২০১৯-২০ আর্থিক বছরে ৯৯৩.৮৮ কোটির মধ্যে ৪২৮.৩৭ কোটি টাকা খরচ হয়েছে। চলতি বছর এই প্রকল্পের জন্য রাজ্য এবং কেন্দ্রের বরাদ্দ মিলিয়ে প্রায় ৫৭৭০ কোটি টাকা রয়েছে।