১১৯টি উদ্বাস্তু কলোনির অধিকার দিতে নাগরিকদের হাতে তুলে দিচ্ছে রাজ্য সরকার

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্যে বিধানসভা নির্বাচনের ঘণ্টা বেজে গিয়েছে। ইতিমধ্যেই সমস্ত রাজনৈতিক দল নিজেদের মতো করে ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছে। কোনও সন্দেহ নেই এবারে বাংলার ভোটে প্রচারের কেন্দ্রস্থলে থাকবে উদ্বাস্তু ইস্যু। মূলত উদ্বাস্তু ভোটার সমর্থনের দৌঁড়ে অনেকটাই এগিয়ে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সেই লক্ষ্যেই ফের মাস্টার স্ট্রোক দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের জমিতে গড়ে ওঠা ১১৯টি উদ্বাস্তু কলোনির সমস্ত জমির রায়তি অধিকার সেখানকার বাসিন্দাদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভূমি দফতর।

দীর্ঘদিন পশ্চিমবঙ্গের বাসিন্দা হলেও এমন বহু মানুষ আছেন মাথার ওপর থাকা ছাদের আইনি স্বীকৃতি নেই। দেশে যখন নয়া নাগরিকত্ব আইন কার্যকর রয়েছে তখন তাঁরা ভয়ে ভয়ে রয়েছে। এই সমস্ত কলোনিতে থাকা মানুষদের অধিকার দিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/when-will-the-local-run-the-decision-is-thursday/

ভূমি দফতর সূত্রে খবর, ১১৯টি কলোনিতে থাকা বাসিন্দাদের হাতে জমির ‘ফ্রি হোল্ড টাইটেল ডিড’ তুলে দিতে চায় রাজ্য সরকার। সেই চুক্তিপত্রের শর্তে বলা হয়েছে, পারিপার্শ্বিক নানা কারণে পূর্ব পাকিস্তান থেকে একসময় বহু মানুষ এই রাজ্যে এসে থাকতে শুরু করেছিলেন।

সরকার তাঁদের ‘উদ্বাস্তু’ হিসাবে মেনে নিয়েছে। এমন উদ্বাস্তুরা ১১৯টি কলোনিতে রয়েছে। মন্ত্রিসভা তাঁদেরই জমির অধিকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যা এককথায় ঐতিহাসিক বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। কারণ এরফলে তা নাগরিক অধিকারের সমতুল্য হবে।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/nia-arrest-one-more-al-queda-conspirator-from-murshidabad/

উল্লেখ্য, লোকসভা নির্বাচনে মতুয়া, রাজবংশী এবং উদ্বাস্তু এলাকায় ব্যাপক আসন হাতছাড়া হয়েছিল তৃণমূল কংগ্রেসের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভোটের আগে মতুয়া–নমশূদ্র–সহ বাংলাদেশিদের নাগরিকত্বের আশ্বাস দেওয়ায় সীমান্তঘেঁষা বেশ কয়েকটি আসনে জিতেছিল বিজেপি। এবার রাজ্য সরকার উদ্বস্তু কলোনির জমি আইনি কাগজ সেখানকার বাসিন্দাদের হাতে তুলে দিতে চেয়ে সিদ্ধান্ত নিয়েছে।

সম্পর্কিত পোস্ট