পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির জন্য দায়ী রাজ্য সরকার, মন্তব্য দিলীপ ঘোষের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দক্ষিন দিনাজপুর জেলার ফুলবাড়ি থেকে কুমারগঞ্জ হয়ে বালুরঘাটের দিকে আজ রওনা দেয় বিজেপির পরিবর্তন যাত্রা। সেই যাত্রায় অংশ নিতে আজ সকালে বালুরঘাটে পৌঁছন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
পরিবর্তন যাত্রায় অংশ নিতে যাওয়ার আগে মেদিনীপুরের সাংসদ ও রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ সংবাদ মধ্যমের মুখোমুখি হন। কয়লা কান্ডে ইডি ও সিবিআই নিয়ে করা এক প্রশ্নের উত্তরে তিনি বলেন বিরোধীরা যে সমস্ত অভিযোগ তুলছে তা মিথ্যে।
তিনি আরও বলেন সিবিআই, ইডি যেমন গুছিয়ে তাদের তদন্ত করে থাকে সেই ভিত্তিতেই তারা তদন্তের স্বার্থে যাদের ডাকা দরকার তাদের ডাকছে। তাদের মধ্যে সব দলের লোক আছে। ওদেরও যেমন আছে। তেমনি ওদের দল ছেড়ে বর্তমানে আমাদের দলে রয়েছেন তাদেরও ডেকে পাঠাচ্ছে। কই আমরা তো সে নিয়ে কিছু বলছি না।
কবে কোথায় নির্বাচন? দেখুন এক নজরে
প্রসঙ্গত তিনি মুখ্যমন্ত্রীর স্কুটি চালিয়ে প্রতিবাদকে এদিন নাটক বলে কটাক্ষ করেন। পাশের রাজ্য ঝাড়খন্ডের তুলনা টেনে তিনি বলেন, ওখানে ১২ টাকা কমানো হয়েছে পেট্রোলের দাম। উদাহরন টেনে তিনি বলেন, মুখ্যমন্ত্রীর স্কুটি না চালিয়ে সঠিক কাজ করা উচিত ছিল।
এছাড়াও তিনি পেট্রোপন্যের দাম কমানোর ব্যাপারে রাজ্যগুলিকে দায়ী করেন। বলেন, তাদের বিরোধীতার জন্য পেট্রোপণ্য জিএসটির আওতাভুক্ত করা যাচ্ছে না। তাই কংগ্রেসের পথে তারা হাঁটতে বাধ্য হয়েছেন বলে তিনি পালটা অভিযোগ আনেন।