সুপার সাইক্লোন আমফানে মৃত দুই ব্যক্তির পরিবারের হাতে চেক প্রদান রাজ্যের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ উত্তর চব্বিশ পরগনা জেলায় হাবরা থানা পঞ্চায়েত এলাকায় আমফান ঝড়ের পরে বৈদ্যুতিক তারে ইলেকট্রিক শক খেয়ে মৃত্যু হয় দুজনের। বৃহস্পতিবার মৃত দুই জনের পরিবারের হাতে চেক প্রদান করলেন বারাসাত জেলার পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি।

উল্লেখ্য এর আগে উত্তর চব্বিশ পরগনা জেলায় আমফানে মৃত বাইশজনের (বারাসাতে ১০ ও বসিরহাটে ১২) পরিবারের হাতে আড়াইলক্ষ টাকা করে তুলে দেওয়া হয়েছিল।

পুলিশ সূত্রে খবর প্রাকৃতিক বিপর্যয়ের পর বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ে এবং এই সময় বিদ্যুৎস্পৃস্ট হয়ে মৃত্যু হয় মহিষা মসলন্দপুরের সায়ন ব্যাপারী (12) ও কুমড়া এলাকার সঞ্জীব গোলদার (48) নামে দুজনের।

আমফান দুর্গত এলাকা পরিদর্শনে রাজ্যে এল কেন্দ্রীয় প্রতিনিধি দল

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন যেকোনো প্রাকৃতিক বিপর্যয় মৃত্যু হলে তাদের পরিবারকে আড়াই লক্ষ টাকার আর্থিক সাহায্য করা হবে।

সেই অনুযায়ী রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের তত্ত্বাবধানে মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য তুলে দিলেন বারাসাত জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি।

সম্পর্কিত পোস্ট