করোনা পরিস্থিতিতে প্যারোলে মুক্ত বন্দীদের মধ্যে ২৬ জনকে স্থায়ী মুক্তির সিদ্ধান্ত রাজ্যের

দ্য কোয়ারি ডেস্ক: করোনা মোকাবিলায় আদালতের নির্দেশে তিন মাসের জন্য জামিন ও প্যারোলে মুক্ত থাকা বন্দীদের মধ্যে রাজ্য সরকার ২৬ জনকে স্থায়ীভাবে মুক্তির সিদ্ধান্ত নিয়েছে।

কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস জানিয়েছেন, এই সব বন্দীর অপরাধের গুরুত্ব, আচার-আচরণ, পুলিশ রিপোর্ট সহ সবকিছু খতিয়ে দেখে, রিভিউ কমিটি যে ১৭৫ জনকে মুক্তি সুপারিশ করেছিল, তার মধ্যে এপর্যন্ত ২৬ জনকে ছাড়ার বিষয়টি চূড়ান্ত হয়েছে।

এরা জলপাইগুড়ি, বারুইপুর, মেদিনীপুর, লালগোলা এবং দুর্গাপুর মুক্ত সং-শোধনাগারের বন্দি।

পাশাপাশি করোনা পর্বে যে সব বন্দীর এক মাসের প্যারোল সম্পূর্ণ হয়েছে, তাদের মধ্যে কয়েকজনের মেয়াদ আরও একমাস বাড়ানো হয়েছে।

উল্লেখ্য, জেল বন্দীদের মধ্যে সংক্রমণ রুখতে সুপ্রিম কোর্ট, তাদের একাংশকে সাময়িকভাবে ছেড়ে দেওয়ার কথা বলেছিল।

সম্পর্কিত পোস্ট