শিল্পসাথী প্রকল্পের জন্য স্কচ প্ল্যাটিনাম পুরস্কার রাজ্যের ঝুলিতে

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ব্যবসা সংক্রান্ত বিভিন্ন প্রক্রিয়া সরলীকরনের জন্যে রাজ্য সরকার চারটি স্কচ পুরস্কার লাভ করেছে। শিল্পসাথী প্রকল্পের জন্য স্কচ প্ল্যাটিনাম পুরস্কার জয় করেছে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ টুইট করে জানিয়েছন।

পাশাপাশি গ্রামাঞ্চলে অনলাইনে ট্রেড লাইসেন্স ইস্যু প্রক্রিয়া সরলীকরন এবং ই নথিকরন বিভাগের পরিষেবার জন্য রাজ্য দুটি সিলভার স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে বলেও তিনি টুইটে উল্লেখ করেছেন। এছাড়াও শহরাঞ্চলের জন্য অনলাইনে শংসাপত্র নবীকরন পরিষেবায় ভাল কাজের জন্যে রাজ্যকে গোল্ড স্কচ দেওয়া হয়েছে বলেও তিনি জানিয়েছেন।

জঙ্গি NLFT ও টাইগারের ‘বিষদাঁত’ ভাঙতে ৫৬ ইঞ্চি ছাতি লাগেনি মানিক সরকারের

এইজন্য সবাইকে অভিনন্দন জানিয়েছেন তিনি। গোটা দেশের মধ্যে যেন এইরাজ্যে সবচেয়ে সহজে ব্যবসা করা যায় তার জন্য রাজ্য সরকার সব ধরনের প্রক্রিয়ার সরলীকরন করার কাজ চালিয়ে যাবে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন।

রাজ্যে রিয়েল এস্টেট ব্যবসা কে উৎসাহ দিতে এবং জমি বাড়ি ফ্ল্যাটে র ক্রেতাদের স্বার্থের কথা মাথায় রেখে রাজ্য সরকারি রিয়াল এস্টেট রেগুলেটরি কমিটি তৈরি করেছে। রাজ্যের আবাসন দপ্তরের জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে ২০১৬ সালের রিয়েল এস্টেট রেগুলেশন এন্ড ডেভেলপমেন্ট আইন বা রেরার আওতায় এই কমিটি গঠন করা হয়েছে।

একই সঙ্গে কেন্দ্রীয় আবাসন শিল্প নিয়ন্ত্রণ আইন রেরা-র (রিয়াল এস্টেট রেগুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্ট) আওতায় নতুন বিধি তৈরি করেছে রাজ্য। উল্লেখ্য, নতুন আবাসন আইনে নানা বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে ক্রেতার সায় ছাড়া নকশা না-বদলানো নিয়ে কড়াকড়ি, দাম হিসেবের ক্ষেত্রে কার্পেট এরিয়াকে মাপকাঠি ধরা ইত্যাদি।

সম্পর্কিত পোস্ট