নবান্নের নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করতে ডগ স্কোয়াড তৈরি করছে রাজ্য
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্যের সচিবালয়ে নবান্নের নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে সেখানে একটি আলাদা ডগ স্কোয়াড তৈরি করছে রাজ্য সরকার। পাশাপাশি পুলিশ কুকুরদের জন্য অত্যাধুনিক একটি চিকিৎসা কেন্দ্রও চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নবান্নের উত্তর দিকের গেটের কাছেই তৈরি হচ্ছে কলকাতা পুলিশের দ্বিতীয় ডগ স্কোয়াড৷ সেখানে ৩০টি কুকুরকে রাখার মতো একটি কেনেল তৈরি করা হচ্ছে। প্রশাসনিক সূত্রে খবর আগামী বছরের গোড়ার দিকেই ওই কাজ সম্পন্ন হবে। এছাড়াও রাজ্যের বিভিন্ন জেলায় আরও ৩৮ টি ডগ স্কোয়াড তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে।
বর্তমানে কলকাতা পুলিশের সারমেয় বাহিনীতে ৩৮টি কুকুর রয়েছে, যাদের মধ্যে ল্যাব্রাডর, জার্মান শেফার্ড, ককার স্প্যানিয়েল এবং বিগ্ল-ই প্রধান। ওই বাহিনীর জন্য নতুন আরও ১০টি কুকুর কেনা হবে। এপ্রিলে প্রশিক্ষণ শেষ হলে তারা বাহিনীর হাতে চলে আসবে।
যেখানে মানুষ কিংবা প্রযুক্তি ব্যর্থ হয়ে যায় সেখানে বড় ভূমিকা পালন করে সন্ধানি কুকুরেরা। বড় বড় গোয়েন্দাদের হার মানায় সন্ধানী কুকুর। কিন্তু শুধুমাত্র কলকাতা পুলিশ ও তার আশেপাশের কমিশনারেটে থাকলেও গোটা রাজ্যের বিভিন্ন জেলায় নেই সন্ধানি কুকুর ওরফে স্নিফার ডগ।
বিধানসভার স্বাধিকার ভঙ্গের অভিযোগ, ইডি-সিবিআইয়ের বিরুদ্ধে নোটিশ পেশ
কমিশনারেট, জেলা পুলিশ ও রেল পুলিশ মিলিয়ে ৩৮টি জায়গায় ডগ স্কোয়াড তৈরি করা হবে। প্রতিটি ডগ স্কোয়াডে থাকবে চারটি সারমেয়। তাদের মধ্যে দু’টি হবে ‘ক্রাইম ট্র্যাকার’, অন্য দু’টি হবে ‘স্নিফার’। বেশি সারমেয় দেওয়া হবে উত্তরবঙ্গের সীমান্তবর্তী এলাকা গুলিতে।
কারণ ইদানিং কালে মাদক ও নেশার সামগ্রী উত্তরবঙ্গের করিডোর দিয়ে দেশের বিভিন্ন জায়গায় পাচার হচ্ছে। তাই সেই পাচার আটকাতে দক্ষ সন্ধানি কুকুর। প্রত্যেক ডগ স্কোয়াডে থাকবে একটি করে পশু চিকিৎসক।