গ্রামাঞ্চলে টিকা ঘাটতি মেটাতে উদ্যোগী রাজ্য
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্যের গ্রামাঞ্চলে করোনা টিকার ঘাটতি মেটাতে উদ্যোগী হল রাজ্য সরকার।সম্প্রতি রাজ্যে আসা প্রায় ১১ লক্ষ ডোজ করোনা টিকা গ্রামাঞ্চল ও বস্তি এলাকায় বেশি করে ব্যবহার করার জন্য স্বাস্থ্য দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।
বিভিন্ন গ্রামীণ হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে টিকা পাওয়ার জন্য দীর্ঘ লাইন দিয়েও পর্যাপ্ত যোগানের অভাবে অনেক মানুষকে টিকা না নিয়ে ফিরে যেতে হচ্ছে। এই সমস্যা মেটাতেই বেশি করে টিকা সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে।
CPIM গিলেছে অজন্তা কাঁটা, TMC মুখপত্রের লেখিকার বিরুদ্ধে পদক্ষেপের ইঙ্গিত
খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করার পর টিকা সরবরাহ নিয়ে জটিলতা কিছুটা কাটার ইঙ্গিত মিলেছে।বুধবার রাতে ৯ লক্ষ ৫৪ হাজার কোভিশিল্ড টিকা এবং বৃহস্পতিবার সকালে আরও ১ লক্ষ ৬১ হাজার কোভ্যাক্সিন এসেছে পশ্চিমবঙ্গে৷আরও ১২ লক্ষ ভ্যাকসিন আসার কথা কয়েক দিনের মধ্যে। এর অধিকাংশ ই গ্রামাঞ্চলে পাঠিয়ে দেওয়া হবে বলে জানা গেছে।