নির্বাচনের আগে আদিবাসী ভোটব্যাঙ্ক মজবুত করতে বিশেষ নজর রাজ্যের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ২০২১-র বিধানসভা নির্বাচনে আদিবাসী ভোটব্যাংকে নিজেদের অনুকূলে আনতে তৎপর তৃণমূল কংগ্রেস এবং বিজেপি।  তবে এবার আদিবাসী ভোটব্যাঙ্ক কে কাজে লাগিয়ে বিধানসভা নির্বাচনের বৈতরণী পার করতে মরিয়া ভারতীয় জনতা পার্টি।

এই মুহূর্তে ভোটের লড়াই জমে উঠেছে আদিবাসী গ্রামগুলিতে। শাসক-বিরোধী দুই পক্ষের কাছে একটা বড় অঙ্কের আদিবাসী ভোটব্যাঙ্ক প্রধান লক্ষ্য। আর সেই ভোটব্যাঙ্ক কে কাজে  লাগাতে কোনোমতেই কোনো কৌশল বাদ দিচ্ছেন না উভয় রাজনৈতিক দলই।

২০১৯-র লোকসভা নির্বাচনে জেলার আদিবাসী অধ্যুষিত এলাকায় তেমন ফল করতে পারেনি শাসকদল । তাই এবার নির্বাচনের আগে আদিবাসী সমাজে প্রচারে জোর দিচ্ছে দল।

কাজ বা প্রচার নয় , তাদের কথা শোনার ওপর জোর দেওয়া হচ্ছে বিশেষভাবে। আদিবাসী সমাজের উন্নতিতে রাজ্য সরকার কি কি করেছে তা তুলে ধরা হচ্ছে।

আবার ক্ষমতা দখলে মরিয়া গেরুয়া শিবির। তাদের নিশানায় আদিবাসী , তপশিলি ,মতুয়া ভোট। তাই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এরাজ্যে এসে আদিবাসী পরিবারের বাড়িতে মধ্যাহ্নভোজন সারেন। পাল্টা বিরসা মুন্ডার মৃত্যুদিন স্মরণে ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/the-new-name-of-majherhat-bridge-is-joy-hind-bridge-announced-by-the-chief-minister-mamata-banerjee/

আদিবাসীদের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে যে সমস্ত উন্নয়নমূলক প্রকল্প চালু করা হয়েছে তার প্রচার করতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে আদিবাসীদের নিজেদের দিকে টানতে নানান কর্মসূচি নেওয়া হচ্ছে।

শাসক থেকে বিরোধী প্রায় প্রত্যেকেই আদিবাসী সম্প্রদায়ের ভোট পেতে এখন তৎপর হয়ে উঠেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তবে শেষ পর্যন্ত আদিবাসী সম্প্রদায়ের মানুষদের সমর্থন তাদের দিকে যায় তা দেখার বিষয় বলে মনে করছে রাজনৈতিক মহল।

সম্পর্কিত পোস্ট