ডিসেম্বর পরবর্তী সময়েই রাজ্যে হতে পারে পুরভোট
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনা আবহে রাজ্যের শতাধিক পুরসভায় নির্বাচন পিছিয়ে গিয়েছে। নিউনর্মালে আবার সেই ভোট নিয়ে প্রস্তুতি শুরু হয়েছে। তবে এই অবস্থায় ভোট ইভিএম না ব্যালটে হবে সেই উত্তর খোঁজার চেষ্টা করা হচ্ছে।
রাজ্যের বিরোধী দলগুলি চাইছে বিধানসভা নির্বাচনের সঙ্গেই পুরসভার নির্বাচন হোক। কিন্তু সেই প্রস্তাবে আপত্তি রয়েছে রাজ্যের শাসক দলের। তাঁদের দাবি, রাজ্য বিধানসভা নির্বাচন আর পুরসভা নির্বাচন একই সঙ্গে হলে সমস্যা হবে। কেননা দুটি নির্বাচনের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন।
পুরনির্বাচনে স্থানীয় ইস্যু গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আর বিধানসভা নির্বাচনে গুরুত্ব পায় রাজ্যের সামগ্রিক উন্নয়ন।শুধু তাই নয় বিধানসভা নির্বাচন হয় জতীয় নির্বাচন কমিশনের আওতায় একানে রাজ্য সরকারের মতামতের কোনও অবকাশ নেই।
অন্যদিকে সাংবিধানিক ভাবে পুর নির্বাচনের দায়িত্ব রাজ্য নির্বাচন কমিশনের হাতে। রাজ্য সরকারের কথা মেনে চলতে বাধ্য না হলেও পুরনির্বাচন করার ক্ষেত্রে তাঁদের রাজ্য সরকারের মতামত নিয়েও এগোতে হবে। সেক্ষেত্রে ব্যালটেই ভোট হওয়ার সম্ভবনা।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/states-ready-to-run-200-trains-during-office-hours-final-decision-on-thursday/
এদিকে রাজ্য নির্বাচন কমিশনসূত্রে খবর, ডিসেম্বর মাসেই রাজ্যের সঙ্গে আলোচনা করে ঠিক হতে কবে হবে পুর নির্বাচন। আসলে রাজ্যে ডিসেম্বর পর্যন্ত উৎ সবের মরশুম। তারপর শুরু হয় পরীক্ষার প্রক্রিয়া।
এবার করোনা আবহে যেহতু স্কুল এখনও বন্ধ। তাই পরীক্ষাগুলি কবে হবে তার কোনও নিশ্চয়তা নেই। আর সে কারণেই ডিসেম্বর পরবর্তী সময়েই রাজ্যের পুরভোট ধরে নিয়ে এগোচ্ছে রাজ্য নির্বাচন কমিশন।