দুয়ারে সরকার শিবির থেকে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের কোভিড টিকা দেওয়ার পরিকল্পনা রাজ্যের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্য সরকার আগামী মাসে শুরু হতে চলা দুয়ারে সরকার শিবির থেকে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের কোভিড টিকা দেওয়ার পরিকল্পনা নিয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা মোতাবেক প্রবীণ এবং প্রথম সারির করোনা যোদ্ধাদের তৃতীয় তথা বুস্টার ডোজ দেওয়ার কাজও দুয়ারে সরকার শিবির থেকে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।
রাজ্য স্বাস্থ্য দপ্তর ইতিমধ্যেই সমস্ত জেলা শাসক এবং জেলা স্বাস্থ্য অধিকর্তাদের এ ব্যাপারে বিস্তারিত পরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছে। রাজ্যের স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে আগামী ৩ জানুয়ারি থেকে শুরু হতে চলা ১৫ থেকে ১৮ বছর বয়সী টিকা প্রাপকদের তালিকা তৈরির কাজ প্রস্তুত। জানা গিয়েছে, এরাজ্যে ১৫-১৮ বছর বয়সী টিকা প্রাপকের সংখ্যা প্রায় ৫০ লক্ষ।
রাজ্য পুলিশের স্থায়ী ডিজি মনোজ মালব্য
পাশাপাশি ১০ ই জানুয়ারি থেকে শুরু হতে চলা টিকাকরণ কর্মসূচির আওতায় ১ কোটির বেশী কো-মরবিডিটি যুক্ত প্রবীণ এবং ৫ লক্ষ প্রথম সারির করোনা যোদ্ধা তথা ৭ লক্ষ স্বাস্থ্যকর্মীর একটি পৃথক তালিকা তৈরি করা হয়েছে। এরা করোনার বুস্টার ডোজের টিকা পাবেন। দুয়ারের সরকার শিবিরের এই তিন শ্রেণীর টিকা প্রাপকের টিকাকরণের কাজ সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।
করোনা টিকাকরণ ছাড়াও এবারের দুয়ারে সরকার শিবিরে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা এবং রোগ নির্ণয়ের ব্যবস্থা থাকবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। ডায়াবেটিস,হাইপার টেনশন, ওরাল ক্যান্সার, চক্ষু পরীক্ষার মতো বিভিন্ন শারীরিক পরীক্ষার ব্যবস্থা থাকবে দুয়ারে সরকার শিবিরে।