পর্যটনকেন্দ্র গুলির প্রচারে পেশাদার এজেন্সি নিয়োগ রাজ্যের

দ্য কোয়ারি ওয়েব : রাজ্যের পর্যটন (westbengal tourism)কেন্দ্র গুলি সম্পর্কে প্রচারের জন্য রাজ্য সরকার পেশাদার এজেন্সি নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। ওই এজেন্সি দেশ-বিদেশের পর্যটকদের আকর্ষণ করতে বিভিন্ন সামাজিক মাধ্যম সহ অনলাইন প্লাটফর্মে নিয়মিত প্রচার চালাবে।

ছবি, ভিডিও, ব্লগ ইত্যাদির মাধ্যমে বিভিন্ন পর্যটন কেন্দ্রর বিজ্ঞাপন দেওয়া হবে। রাজ্যের পর্যটন দফতর সূত্রে জানা গেছে প্রথম পর্বে আগামী দু’বছরের জন্য এজেন্সি নিয়োগ করা হবে। যারা রাজ্য পর্যটন উন্নয়ন নিগমের হয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে প্রচার চালাবে।

রাজ্যের কোথায় কোথায় বেড়াতে যাওয়া যায়, কোথায় কী ধরনের সুযোগ-সুবিধা, যাতায়াতের উপায়, হোটেলে খরচ–সে-সবের বিশদ বিবরণ তুলে ধরা হবে। রাজ্য পর্যটন উন্নয়ন নিগমের বিভিন্ন কর্মসূচি সম্পর্কেও মানুষকে অবহিত করবে এজেন্সি।

সম্পর্কিত পোস্ট