পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে দায়িত্ব নিতে হবে সংশ্লিষ্ট রাজ্যকেই, সাফ জানাল কেন্দ্র
নজরদারির সময় রাস্তা বা রেলপথে কোন পরিযায়ী শ্রমিক দেখলে তাঁদের সুরক্ষায় কাছাকাছি আশ্রয় শিবিরে নিয়ে গিয়ে খাদ্য ও পানীয় জলের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি শ্রমিক স্পেশাল ট্রেনে ফেরানোর ব্যবস্থা সংশ্লিষ্ট রাজ্যকেই করতে হবে বলে চিঠিতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে।
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ৮ মে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে ভোর সাড়ে পাঁচটা নাগাদ মালগাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় ১৬ জন পরিযায়ী শ্রমিকের। এই ঘটনায় আহত হন আরও ৫ শ্রমিক। এই ঘটনার পর থেকেই কেন্দ্র সরকারের বিরুদ্ধে নিন্দায় সরব হয়েছেন সমাজের প্রত্যেকটি স্তরের মানুষ।
তাই চলতি লকডাউনের সময় আর কোন পরিযায়ী শ্রমিক যেন রাস্তা বা রেলপথ দিয়ে না হাঁটে তা সম্পূর্ন নিশ্চিত করতে হবে বলে জানিয়ে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ সহ সমস্ত রাজ্যকে নির্দেশ দিয়েছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা আজ এই বিষয়টি উল্লেখ করে পশ্চিমবঙ্গের মুখ্যসচিব রাজীব সিনহাকে চিঠি দিয়েছেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।
নজরদারির সময় রাস্তা বা রেলপথে কোন পরিযায়ী শ্রমিক দেখলে তাঁদের সুরক্ষায় কাছাকাছি আশ্রয় শিবিরে নিয়ে গিয়ে খাদ্য ও পানীয় জলের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি শ্রমিক স্পেশাল ট্রেনে ফেরানোর ব্যবস্থা সংশ্লিষ্ট রাজ্যকেই করতে হবে বলে চিঠিতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে।
মঙ্গলবার থেকে ১৫ টি রুটে চালু হচ্ছে দূরপাল্লার যাত্রীবাহী ট্রেন,জারি রাজনৈতিক চাপানউতোর
এছাড়া শ্রমিক স্পেশাল ট্রেন চলাচলের অনুমতি দেওয়া সহ এই বিষয়ে রেল মন্ত্রকের সঙ্গে রাজ্যগুলিকে সহযোগিতা করার নির্দেশও চিঠিতে রয়েছে।
অন্যদিকে, বিভিন্ন রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের দ্রুত ফিরিয়ে আনতে রেল মন্ত্রক শ্রমিক স্পেশাল ট্রেনে যাত্রী বহন ক্ষমতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। এখন থেকে দুটি গন্তব্যের মধ্যে চলাচলকারী শ্রমিক স্পেশাল ট্রেন কেবলমাত্র দুটি প্রান্তিক স্টেশনের পরিবর্তে সমগ্র যাত্রাপথে আরও তিনটি অতিরিক্ত স্টেশনে থামতে পারবে বলে রেল মন্ত্রক নির্দেশিকা জারি করেছে।
এছাড়া সর্বাধিক ১২০০ জন যাত্রীর পরিবর্তে ১৭০০ জন যাত্রীকে বহন করা যাবে বলেও নির্দেশিকায় উল্লেখ রয়েছে।
উল্লেখ্য এই ধরনের ট্রেনে এতদিন একটি কামরায় ৭২ জনের পরিবর্তে ৫৪ জন করে যাত্রী বহন করা হচ্ছিল।
প্রসঙ্গত, সম্প্রতি মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে মর্মান্তিক দূর্ঘটনার পর আগামীকাল থেকে রেল মন্ত্রক দেশজুড়ে যে ১৫ জোড়া বিশেষ যাত্রীবাহী ট্রেন চালাবে। সেই যাত্রাপথে কোনরকম বিপত্তি এড়াতেই এই নির্দেশ বলে মনে করা হচ্ছে।