উৎসবের মরশুমে কোভিডের বিধিনিষেধ পালনে রাজ্য গুলিকে সতর্কবার্তা কেন্দ্রের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আসন্ন উৎসবের মরশুমে কোভিড সংক্রান্ত বিধিনিষেধ পালনের ব্যাপারে কেন্দ্রীয় সরকার রাজ্য গুলিকে সতর্ক করে দিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা আজ সব রাজ্যের মুখ্যসচিব দের উদ্দেশ্যে লেখা এক চিঠিতে উৎসবের মরশুমে জনবহুল এলাকায় কোভিড আচরণ বিধি মেনে চলার ওপরে জোর দিয়েছেন। ওই সময়েও নমুনা পরীক্ষা, চিকিৎসা, টিকাকরণ সহ পাঁচ দফা কোভিড মোকাবিলা কৌশল মেনে চলার জোর দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব তাঁর চিঠিতে বলেছেন, দেশজুড়ে কোভিড সংক্রমণএর সংখ্যা নিম্নগামী হওয়ার বিষয়টি সন্তোষজনক হলেও মোট আক্রান্তের সংখ্যা এখনও যথেষ্ট উদ্বেগজনক। ফলে আত্মতুষ্টির কোনও অবকাশ নেই। তাই কোভিড সংক্রান্ত বিধি নিষেধে ছাড় দেওয়ার আগে পরিস্থিতি যথাযথ ভাবে পর্যালোচনা করে নেওয়ার কথাও কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব রাজ্যগুলিকে আরও একবার স্মরণ করে নিয়েছেন।
রাজ্য সভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিলেন জহর সরকার
করোনা সংক্রমনের সম্ভাব্য তৃতীয় ঢেউ মোকাবিলায় রাত্রিকালীন কঠোর বিধি-নিষেধ যাতে কঠোরভাবে পালন করা হয় তা দেখতে রাজ্য সরকার সব জেলা প্রশাসককে আরেক দফা নির্দেশ দিয়েছে।
মুখ্য সচিব হরি কৃষ্ণ দ্বিবেদী আজ সব পুলিশ সুপার ও পুলিশ কমিশনারের নির্দেশ দিয়েছেন, রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত আরও কড়া নজরদারি চালাতে হবে। বড় রাস্তা, হোটেল, রেস্তরাঁর ওপর বিশেষ ভাবে নজরদারি চালানোর জন্য তিনি নির্দেশ দিয়েছেন। যাতে নৈশ পার্টি বা অকারণে রাস্তায় ঘোরাঘুরি র প্রবণতায় লাগাম টানা যায়।