কেন্দ্রীয় বাহিনীকে সতর্ক করল রাজ্যের বিশেষ পর্যবেক্ষক
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কেন্দ্রীয় বাহিনীকে সতর্ক করার পাশাপাশি পরামর্শ দিল রাজ্যে আসা নির্বাচনের জন্য দুই বিশেষ পর্যবেক্ষক ।
সম্প্রতি উত্তর 24 পরগনার বারাসতে এক বৈঠকে রাজ্যের বিশেষ পর্যবেক্ষক অজয় ভি নায়েক ও বিবেক দুবে কেন্দ্রীয় বাহিনীকে সতর্ক করে বললেন, ‘‘আপনারা এসেছেন স্থানীয় প্রশাসনকে সাহায্য করার জন্য, কোনও রকম ভাবেই নিজে থেকে ঝামেলায় জড়াবেন না । নিজেদেরকে সতর্ক রাখুন ভোটের জন্য যে সমস্ত নির্দেশ আপনাদের দেওয়া হয়েছে সেই দায়িত্বে আপনারা অবিচল থাকুন ।’’
কমিশনের নিষেধাজ্ঞা নিয়ে বাংলার ‘বাঘিনী’ মমতার পাশে অখিলেশ-স্ট্যালিন-সঞ্জয়রা
শীতলকুচির ঘটনায় নির্বাচন কমিশন বিশেষ পর্যবেক্ষকের কাছে রিপোর্ট চাওয়ায় বিবেক দুবে তাঁর রিপোর্টে উল্লেখ করেছেন যে, শীতলকুচি কাণ্ডে গুলি চালানো ছাড়া কোনও উপায় ছিল না । কেন্দ্রীয় বাহিনীর কাছে আগামী দিনে নির্বাচনে যদি এই ধরনের ঘটনা ঘটে, তাহলে কেন্দ্রীয় বাহিনী আত্মরক্ষার্থে গুলি চালাতে পারে ।
একদিকে যেমন কেন্দ্রীয় বাহিনীকে সতর্ক করল পর্যবেক্ষকরা ৷ অন্যদিকে শীতলকুচির ঘটনায় কেন্দ্রীয় বাহিনী পাশে দাঁড়ালেন তাঁরা ।