পরীক্ষামূলক ভাবে শুরু হল কলকাতা থেকে বাংলাদেশ হয়ে ত্রিপুরায় পণ্য সরবরাহ

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ এই প্রথম ভারত চট্টগ্রাম বন্দর ব্যবহার করে কলকাতা থেকে জাহাজে পণ্য সরবরাহ করছে আগরতলা ও আসামে।

গত বৃহস্পতিবার ভারতের জাহাজ মন্ত্রকের প্রতিমন্ত্রী মানসুখ মান্ডবিয়া ভিডিও কনফারেন্সের মাধ্যমে কলকাতা থেকে পণ্যবাহী জাহাজ ফ্ল্যাগ অফ করেন।

১৯৬৫ সালের পর এই প্রথম এই জলপথে দুদেশের মধ্যে জাহাজ চলাচল শুরু হলা। পণ্যবাহী জাহাজটি চট্টগ্রাম পৌঁছানাের পরে সড়ক পথে আগরতলায় যাবে।

জাহাজ মন্ত্রণালয়ের মুখপাত্র নীতা ভট্টাচার্য বলেন, চট্টগ্রাম থেকে বাংলাদেশি ট্রাকে করেই পণ্য পাঠানাে হবে। পরীক্ষামুলক এই পণ্যবাহী জাহাজ পাঠানো সফল হলে এরপর বাংলাদেশি জাহাজেই পণ্য পাঠানাে হবে।

এতে পণ্য চলাচলের সময়সীমা যেমন কমবে সেই সংগে এই পথে পণ্য আমদানি ও রপ্তানির জন্য বিনিয়ােগ বাড়বে, কর্মসংস্থান হবে এবং রাজস্ব সংগ্রব বাড়বে বাংলাদেশের।

২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ২১৯৮, আতঙ্কিত হবেন না পরিস্থিতি নিয়ন্ত্রনে, আশ্বাস মুখ্যসচিবের

এতে ভারত-বাংলাদেশের উভয়েরই লাভ। ভারতীয় পণ্য সরবরাহর। জন্য বাংলাদেশি ট্রাক ও জাহাজ ব্যবহার করা হবে।

এই উপলক্ষ্যে ভারতের মন্ত্রী বলেন, ভারত-বাংলাদেশ কনেকটিভিটির ক্ষেত্রে নতুন। দিগন্ত উন্মােচিত হলাে। এরপর চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার করে উভয় দেশই পণ্য আমদানি-রপ্তানি করতে পারবে।

ভারতের উদ্দেশ্য স্থল বিচিছন্ন উত্তরপূর্ব ভারতে কম সময়ে পণ্য সরবরাহ করা। পণ্যবাহী জাহাজে টিএমটি স্টিল পাঠানাে হয়েছে পশ্চিম ত্রিপুরার জন্য এবং আসামের করিমগঞ্জের জন্য পাঠানো হয়েছে ডাল শস্য দানা।

সম্পর্কিত পোস্ট