West Bengal Assembly Election: নির্বাচনের আগে ভারতী ঘোষের গ্রেফতারীতে ‘না’ সুপ্রিম কোর্টের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বিধানসভা নির্বাচন শেষ না হওয়া অবধি গ্রেফতার করা যাবে না ভারতী ঘোষকে। সুপ্রিম কোর্টের নির্দেশ বিরাট স্বস্তি পেলেন বিজেপি নেত্রী।
লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগদান করেন ভারতী ঘোষ। এরপরেই তাঁর বিরুদ্ধে ১০ টি এফআইআর দায়ের করা হয়। এমনকি নির্বাচনের পরেও বিজেপি নেত্রীর বিরুদ্ধে আরও ৪ টি মামলা দায়ের করা হয়।
গত মাসে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় কেশপুর থানায়। তারই স্থগিতাদেশ চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হন প্রাক্তন আইপিএস অফিসার। সেই আবেদনে সাড়া দিয়েই গ্রেফতারি পরোয়ানায় স্থগিতাদেশ জারি করে সর্বোচ্চ আদালত।
আরও পড়ুনঃ কোকেনকাণ্ডে আরও এক মহিলাকে গ্রেফতার করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ
বিচারপতি উমেশ ললিতের ডিভিশন বেঞ্চের তরফে জানানো হয়, বিধানসভা নির্বাচনের আগে গ্রেফতার করা যাবে না প্রাক্তন আইপিএস অফিসার ভারতী ঘোষকে।
২১ এর নির্বাচনে ডেবরা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। পাল্টা ওই একই কেন্দ্রে প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ুন কবীরকে প্রার্থী করেছে তৃণমূল।
বিধানসভা নির্বাচনে লড়াই একেবারে টক্করে টক্করে। কোনমতেই মেদিনীপুরের একটিও আসন হাতছাড়া করতে চায় না গেরুয়া শিবির। পাল্টা মেদিনীপুরকে চ্যালেঞ্জ করেই একাধিক তারকা এবং হেভিওয়েট প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস।