দেশব্যাপী ‘এক দেশ এক রেশন কার্ড’ চালুর সময়সীমা বেঁধে দিল সুপ্রিম কোর্ট
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দেশব্যাপী ‘এক দেশ এক রেশন কার্ড’ চালু করতে রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চল গুলিকে ৩১ শে জুলাই অব্দি সময় বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি অশোক ভূষণ এবং এমআর শাহের ডিভিশন বেঞ্চের তরফে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার গুলির কাছে এই নির্দেশ দেওয়া হয়েছে।
পরিযায়ী শ্রমিকদের জন্য শুকনো রেশন এবং কমিউনিটি কিচেন চালানোর নির্দেশ দেওয়ার পাশাপাশি করোনা মহামারী যতদিন না পর্যন্ত শেষ হচ্ছে ততদিন পর্যন্ত পরিযায়ী শ্রমিকদের খাদ্যশস্য দিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফে।
বিনিয়োগকারীদের জন্য নয়া উদ্যোগ সরকারের, শিল্পসাথী পোর্টালের মাধ্যমে অনলাইনে করা যাবে আবেদন
এক দেশ এক রেশন কার্ড প্রকল্পের সুবিধা পাবেন মূলত পরিযায়ী শ্রমিকরা। যারা এক রাজ্যের বাসিন্দা অথচ রেশন কার্ড অন্য কোন রাজ্যের। কাজের জন্য ভিন রাজ্যে গেলেও তারা রেশন কার্ডের সুবিধা পাবেন। পাবেন ভর্তুকিযুক্ত চাল-গম নতুন করে কার্ড তৈরির জন্য কাঠখড় পোড়াতে হবে না।
একইসঙ্গে এদিন সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে অসংগঠিত শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকদের জাতীয় তথ্য ভাণ্ডার তৈরি করতে আর কোন ঢিলেমি বরদাস্ত করা হবে না। ন্যাশানাল ইনফরমেটিক্স সেন্টারের সাহায্য নিয়ে বিষয়টিকে ৩১ জুলাই এর মধ্যে শেষ করতে হবে।
উল্লেখ্য, ১১ জুন সুপ্রিম কোর্টের তরফে পশ্চিমবঙ্গ সরকারের আইনজীবিকে এই প্রকল্প শুরুর নির্দেশ দেওয়া হয়। নীতিগত কারণে এই প্রকল্প বাধা হয়ে দাঁড়িয়েছিল। ২০২৯ শীতকালীন অধিবেশনে এই প্রকল্পের বিরুদ্ধে রাজ্যসভা ও লোকসভায় সরব হয়েছিলেন তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও মানস ভুঁইয়া।
ইতিমধ্যেই এই প্রকল্প ৩২ টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে চালু হয়ে গিয়েছে। ১৪ জুন নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন এক দেশ এক রেশন কার্ড প্রকল্প চালু করতে আর কোন সমস্যা নেই