লাখিমপুর খেরি তদন্তে উত্তরপ্রদেশ সরকারের ভূমিকায় অসন্তুষ্ট সুপ্রিম কোর্ট
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ উত্তরপ্রদেশের লাখিমপুর খেরিতে ৮ জনের মৃত্যুর ঘটনার তদন্তের বিষয়ে উত্তরপ্রদেশ সরকারের ভূমিকায় ফের অসন্তুষ্ট সুপ্রিম কোর্ট৷ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রামানা এদিন কার্যত ভৎসনা করেন যোগী সরকারকে।
তিনি বলেন, উত্তরপ্রদেশ সরকারের স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল একদিন আগে। কিন্তু মঙ্গলবার রাতে তা জমা দেওয়া হয়। আদালতের তরফে বলা হয়, রাত ১ টা অবধি অপেক্ষা করেও রিপোর্ট জমা পড়েনি। আইনজীবী হরিশ সালভে জানিয়েছেন, মঙ্গলবারেই রিপোর্ট জমা পড়েছে। পাল্টা প্রধান বিচারপতি এনভি রামানা বলেন, একেবারে শেষ মুহুর্তে রিপোর্ট জমা দিলে তা পড়া সম্ভব নয়।
সেইসঙ্গে শুক্রবার মামলার শুনানির জন্য আবেদন করছে সরকার। সরকারের আবেদন খারিজ করে আদালত। যার ফলে চরম অস্বস্তিতে পড়তে হয় উত্তরপ্রদেশ সরকারকে। আদালতের বক্তব্য, উত্তরপ্রদেশ সরকারের ভূমিকায় সন্তুষ্ট নয়। অভিযোগ অত্যন্ত গুরুতর। সরকারের আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন।
আদালতের নির্দেশ, লাখিমপুর খেরির ঘটনায় দ্রুত সমস্ত সাক্ষীদের বয়ান রেকর্ড করতে হবে। এমনকি সাক্ষীদের নিরাপত্তার বিষয়ে সুনিশ্চিত করবে সরকার। এখনও অবধি কাদের গ্রেফতার করা হয়েছে? সেবিষয়ে একটি রিপোর্ট জমা দিতে বলে আদালত। এই প্রক্রিয়া অনন্তকাল ধরে চলতে পারে না বলে জানিয়েছেন শীর্ষ আদালত।
জম্মু-কাশ্মীরের শোপিয়ানে সেনাবাহিনীর এনকাউন্টারে খতম দুই জঙ্গি
একইসঙ্গে আদালতের প্রশ্ন, এখনও অবধি ৪৪ জন সাক্ষীর মধ্যে কেন কেবলমাত্র ৪ জনের বয়ান রেকর্ড করা গেল? আইনজীবি সালভে জানান, একে একে সকলের বয়ান রেকর্ড করা হয়েছে। অভিযুক্তদের সকলকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন তিনি৷
প্রসঙ্গত, ৩ অক্টোবর লাখিমপুর খেরির ঘটনায় ৮ জনের মৃত্যু হয়। এর মধ্যে ৪ জন আন্দোলনকারী কৃষককে গাড়িতে পিষে হত্যা করা হয় বলে অভিযোগ ওঠে। মূল অভিযুক্তদের তালিকায় রয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশীষ মিশ্র। পুলিশ জিজ্ঞাসাবাদ করে গ্রেফতার করেছে আশীষকে। কেন্দ্রীয় মন্ত্রীকে অপসারণের দাবীতে দেশজুড়ে আন্দোলনে নেমেছে সংযুক্ত কিষাণ মোর্চা।